সম্মুখ সমরে আজ মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

0
0

সম্মুখ সমরে আজ মুখোমুখি সাকিব-মুস্তাফিজ
আইপিএল নাইনে প্রথমবারের মতো সম্মুখ সমরে আজ মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ ও সাকিবের কলকাতা নাইট রাইডার্স।

মৌসুমে এর মধ্যে এক ম্যাচ খেলেছে সানরাইজার্স, নাইটরা খেলেছে দুটি। ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নেমেছেন মুস্তাফিজ, ছড়িয়েছেন বোলিং-জাদুও। কিন্তু কলকাতার দুই ম্যাচের কোনোটিতেই খেলা হয়নি সাকিবের। চার বিদেশি কোটায় গৌতম গম্ভীরের দল খেলিয়েছে আন্দ্রে রাসেল, কলিন মুনরো, জন হ্যাস্টিং ও ব্র্যাড হগকে। নাইটরা আজ তৃতীয় ম্যাচেও সাকিবকে নামাবে কি-না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৭ রান দেওয়া হগকে যদি বসিয়েও দেওয়া হয়, সেক্ষেত্রে সুযোগটা হতে পারে সুনীল নারাইনের। শেষ পর্যন্ত একাদশে পরিবর্তন হয় কি-না, হলেও কে কার জায়গায় আসছেন সে জন্য অপেক্ষা করতে হবে টসের আগ পর্যন্ত।

মুস্তাফিজের হায়দরাবাদে অবশ্য পরিবর্তন অবশ্যম্ভাবী। টুর্নামেন্ট শুরুর আগেই দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন যুবরাজ সিং। ব্যাঙ্গালুরুর কাছে ৪৫ রানে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে পেসার আশিস নেহরাকেও। অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন না বলে জানানো হয়েছে দলের পক্ষে থেকে। প্রথম জয়ের অপেক্ষায় থাকা সানরাইজার্স আজ নেহরার জায়গায় নিতে পারে বারিন্দর স্রান বা অভিমন্যু মিঠুনকে। আর যদি নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে খেলানো হয়, তবে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে ইংলিশ টি-টুয়েন্টি অধিনায়ক ইয়ন মরগানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here