পানামা পেপারস প্রকাশের জের :স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ

0
23

স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ

বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপারস ও অন্যান্য গণমাধ্যম অফশোর কোম্পানিগুলোর সঙ্গে স্পেনের শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর শুক্রবার তিনি পদত্যাগ করেছেন।তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমার ব্যবসায়ী কর্মকান্ড নিয়ে আমি যে ব্যাখা দিয়েছি তা নিয়ে গত কয়েকদিন ধরে ভুল বোঝাবুঝি হচ্ছে। এটি স্পেন সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আমি পদত্যাগ করেছি।স্পেনের অনলাইন পত্রিকা এল কনফিডেনসিয়াল গত সোমবার এক খবরে জানায়, ১৯৯২ সালে দুই মাস একটি অফশোর কোম্পানির প্রশাসক ছিলেন সোরিয়া। পানামা পেপারস ঘেঁটে এ তথ্য প্রকাশ করে পত্রিকাটি।

এরপর সোরিয়া এক সংবাদ সম্মেলন ডেকে কোন পানামা কোম্পানির সঙ্গে তার যোগসূত্রের কথা অস্বীকার করেন। তবে অন্যান্য গণমাধ্যমেও অভিযোগ আনা হয়, তার সঙ্গে অফশোর কোম্পানিগুলোর সম্পর্ক ছিল।তবে তার কথিত কর্মকান্ডগুলো অবৈধ কিনা তা স্পষ্ট নয়।

পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া ১ কোটি ১৫ লাখ গোপন নথি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। গত ৪ এপ্রিল সোমবার ফাঁস হওয়া এসব নথিতে বিশ্বের শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাঁদের নিকটাত্মীয়দের বিদেশে টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। তালিকায় দেখা গেছে যে চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাদের আত্মীয়, খেলোয়াড়, অভিনেতাসহ ধনী ও ক্ষমতাধর ব্যক্তিরা এসব অর্থ পাচারের সঙ্গে জড়িত।এর আগে পানামা পেপারস প্রকাশের জেরে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্দুর ডেভিড গুনলাউগসন পদত্যাগ করেন।

এদিকে, বেলজিয়ামের পরিবহনমন্ত্রীর জ্যাকুলিন গ্যালান্ট পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে গত ২২ মার্চের ব্রাসেলসের বিমানবন্দর হামলার আগে নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। বেলজিয়ামের বিরোধী দলগুলো ব্রাসেলস হামলার পর থেকেই তার পদত্যাগ দাবি করে আসছিল। বিরোধী দলগুলো ২০১৫ সালের একটি গোপন ইউরোপীয় ইউনিয়নের নথি ফাঁস করেছে। ঐ নথিতে ব্রাসেলস বিমানবন্দরের দুর্বল নিরাপত্তা নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল।ব্রাসেলসের জাভেতনাম বিমানবন্দর ও মেট্রো স্টেশনে ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীর আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন মারা গেছেন, নিহত হয়েছেন আরও অনেকে। প্রধানমন্ত্রী চার্লস মাইকেল এর আগে গ্যালান্টের পক্ষ নিয়েছিলেন। তিনি সংসদে বলেছিলেন, গ্যালান্টের অফিস ঐ ইইউ নথি আগে দেখেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here