অলিম্পিকের ড্র; মেসির গ্র“পে রোনালদো

0
0

অলিম্পিকের ড্র; মেসির গ্র“পে রোনালদো

২০১৬ অলিম্পিক অনুষ্ঠিত হবে ব্রাজিলে। সেই লক্ষ্যে অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে হয়েছে রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ঘরের মাঠে অনুষ্ঠ্যেয় টুর্নামেন্টের জন্য গ্র“পপর্বে সহজ প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। এ গ্র“পে প্রতিপক্ষ হিসেবে নেইমাররা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্ককে।ক্লাব ফুটবলে যেমন আলোচনা-হইচই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ নিয়ে।আসন্ন অলিম্পিকে জাতীয় দলের হয়ে দুজনের দ্বৈরথ উপভোগ করার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ডি গ্র“পে মেসির আর্জেন্টিনার সঙ্গে লড়াইটা হবে রোনালদোর পর্তুগালের। অপর দুই প্রতিপক্ষ হন্ডুরাস ও আলজেরিয়া।

সি গ্র“পটাকে অবশ্য ডেথ গ্র“প বলা চলে। এখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকোর সঙ্গে রয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ফিজি।এ ছাড়া ‘বি’ গ্র“পে জাপানের তিন প্রতিপক্ষ নাজেরিয়া, সুইডেন ও কলম্বিয়া।উল্লেখ্য, আগামী ৪ অগাস্ট ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু অলিম্পিক ফুটবলের। ২০ অগাস্ট মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ (ফাইনাল)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here