২০১৬ অলিম্পিক অনুষ্ঠিত হবে ব্রাজিলে। সেই লক্ষ্যে অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে হয়েছে রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ঘরের মাঠে অনুষ্ঠ্যেয় টুর্নামেন্টের জন্য গ্র“পপর্বে সহজ প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। এ গ্র“পে প্রতিপক্ষ হিসেবে নেইমাররা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্ককে।ক্লাব ফুটবলে যেমন আলোচনা-হইচই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ নিয়ে।আসন্ন অলিম্পিকে জাতীয় দলের হয়ে দুজনের দ্বৈরথ উপভোগ করার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ডি গ্র“পে মেসির আর্জেন্টিনার সঙ্গে লড়াইটা হবে রোনালদোর পর্তুগালের। অপর দুই প্রতিপক্ষ হন্ডুরাস ও আলজেরিয়া।
সি গ্র“পটাকে অবশ্য ডেথ গ্র“প বলা চলে। এখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকোর সঙ্গে রয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ফিজি।এ ছাড়া ‘বি’ গ্র“পে জাপানের তিন প্রতিপক্ষ নাজেরিয়া, সুইডেন ও কলম্বিয়া।উল্লেখ্য, আগামী ৪ অগাস্ট ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু অলিম্পিক ফুটবলের। ২০ অগাস্ট মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ (ফাইনাল)।