সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্পের আব্দুল্লাহর ছিলা ও পঁচাকোড়ালিয়া এলাকায় লাগা আগুন নিভে গেছে। তবে ফের সেখানে যেন আগুন না লাগে সেজন্য পর্যবেক্ষণ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস।এদিকে বৃহস্পতিবার সকাল থেকে কাজ শুরু করেছে ঘটনা তদন্তে গঠিত বন বিভাগের কমিটি।
এর আগে টানা ১২ ঘণ্টা চেষ্টার পর বুধবার রাত ১০টার দিনে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহামুদ টিটু।এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুন্দরবনে আগুন লাগার ঘটনা তদন্তে বন বিভাগের তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ শুরু করছি। সুনির্দিষ্ট প্রত্যক্ষদর্শী এখনও খুঁজে পাইনি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি।তিনি আরও বলেন, মধু সংগ্রহের জন্য ব্যবহৃত আগুন থেকে এ ঘটনা ঘটেতে পারে। তবে আমরা সবদিক মাথায় রেখে খোঁজ-খবর নিচ্ছি।
বনবিভাগ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- ঢাংমারি ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এফএসও) আব্দুল মান্নান, চাঁদপাই স্টেশন কর্মকর্তা (এসও) গাজি মতিয়ার রহমান।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনের পাশে ভোলা নদী তার পাশে বসতি। বনের এ এলাকায় সাধারণ মানুষের অবাধ বিচরণও বারবার আগুন লাগার অন্যতম কারণ।বারবার আগুনের হাত থেকে সুন্দরবনকে রক্ষায় বনসংলগ্ন এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি বন বিভাগের জন্য নিজস্ব ফায়ার স্টেশন স্থাপনের ওপরও গুরুত্ব দেন তিনি।বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচাকোড়ালিয়া ও নাপিতখালী আগুন লাগে। আগুনে বনের প্রায় ৮ একর বনভূমির ক্ষতি হয়েছে।