সিরিয়া থেকে তুরস্কের সীমান্ত শহরে বুধবার ফের রকেট নিক্ষেপ করা হয়েছে। সিরিয়ার জিহাদিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে গোলা বর্ষণে তুরস্কে ২ জন নিহত হওয়ার একদিন পর নতুন করে এ হামলা চালানো হল।তুরস্কের কিলিস শহরে চলতি সপ্তাহে প্রতিদিনই কাতিউশা ধরনের রকেট নিক্ষেপ করা হয়েছে। শহরটি সিরীয় সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
বার্তা সংস্থা দোগান বলছে, সর্বশেষ রকেট হামলায় কেউ আহত হয়নি। শহরের মধ্যাঞ্চলে দুটি আলাদা খোলা জায়গায় রকেট দুটি পড়ে।মঙ্গলবার সকালে সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে রকেট হামলায় কিলিসের মধ্যাঞ্চলে ৮ জন আহত হয়েছে।বুধবার পরিস্থিতি পর্যবেক্ষণে তুরস্কের সেনা প্রধান হুলুসি আঙ্গার ও এর শক্তিশালী গোয়েন্দা বিভাগের প্রধান হাকান ফিদান শহরটিতে গেছেন।