বাংলাদেশের নার্সিং পেশার উন্নয়নে গ্রাজুয়েশন কোর্স চালু করবে জাপান

0
0

13-04-16-PM_Dr Hiroko Minami President University of Kochi Japan-3
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের নার্সিং সেবার মান উন্নয়নের জন্য জাপানের কোচি বিশ্ববিদ্যায়ের সহযোগিতার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। জাপানের কোচি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিরোকো মিনামি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে প্রকল্পটি নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, জাইকা’র সহায়তায় বাস্তবায়নাধীন (প্রজেক্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং অব নাসিং সার্ভিসেস) বাংলাদেশে এই প্রকল্পটি নার্সিং সেবার মান উন্নয়নের লক্ষে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় কোচি বিশ্ববিদ্যালয় নার্সিং শিক্ষায় ব্যবহারিক শাখার উন্নয়নের জন্য একটি গ্রাজুয়েশন কোর্সও চালু করবে। দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী দেশে নার্সিং খাতের উন্নয়নে তাঁর সরকার গৃহীত বিভিন্ন পদেক্ষেপের কথা তুলে ধরেন। নার্সিংকে আরো আকর্ষণীয় পেশায় রূপ দিতে তাঁর সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, এক সময় এখানে নার্সিং পেশা অবহেলিত ছিল। এ মহান পেশাকে আরো আকর্ষণীয় করতে, মানুষ যেন এ পেশায় যোগ দিতে উৎসাহিত হয় সেজন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, চাকুরির সুযোগ তৈরি করতে সরকার বেসরকারি খাতকেও সুযোগ করে দিয়েছে । সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহনের ফলে দেশে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাসের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সরকার চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থ্পান করতে যাচ্ছে বলেও তিনি জানান। সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটেনাবে, জাইকার আবাসিক প্রতিনিধি মিকিও হেদাতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here