পানামা পেপারস:মোসাক ফনসেকার কার্যালয়ে পুলিশ

0
39

পানামা পেপারস-মোসাক ফনসেকার কার্যালয়ে পুলিশ

পানামায় মোসাক ফনসেকার প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পানামা পুলিশ। এই ল’ ফার্মটির ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ নথিতেই থলের বেড়াল বেরিয়ে পড়েছে অনেক বিশ্বনেতার।মঙ্গলবার পুলিশের এ অভিযানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পানামা সিটি প্রসিকিউটর। ফাঁস হওয়া তথ্যে কিভাবে বিশ্বের ধণাঢ্য ও ক্ষমতাধর ব্যক্তিরা আইনের চোখ এড়িয়ে কর ফাঁকি দিয়েছেন এবং নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের ফাঁক গলে দেশের বাইরে ব্যবসা ফেঁদে অর্থের পাহাড় গড়ে তুলেছেন, তা জানা গেছে। পানামা পেপার্স খ্যাতি পাওয়া ওই এক কোটি ১৫ লাখ নথিতে আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সিগমুন্ডুর গুনলাউগসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাবা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তির নাম রয়েছে।

এছাড়া সাবেক সুদানি প্রেসিডেন্ট আহমাদ আলি আল-মারগানি, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার ছেলে আলা মোবারক, মরোক্কর রাজার ব্যক্তিগত সচিব মনির মাজিদি, ঘানার সাবেক প্রেসিডেন্ট জন আগিয়েকুম কুফুরের ছেলে জন আড্ডো কুফুর, আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরেন্ট জিবাগবো’র সহযোগী জিন-ক্লড এন’ডা আমেশি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ভাইপো ক্লাইভ খুলুবুসে জুমা, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের ছেলে কোজো আনান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, আর্জেন্টাইন ফুটবলার মেসি ও তার বাবা, বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ও তার পুত্রবধু ঐশ্বরিয়া বচ্চনসহ আরো অনেকের নাম রয়েছে এসব নথিতে।তথ্য ফাঁস হওয়ার পরপরই বিরূপ পরিস্থিতির মুখে পড়ে পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে সিগমুন্ডুর গুনলাউগসনকে। ডেভিড ক্যামেরনকেও জবাবদিহি করতে হয়েছে। সেই সঙ্গে বিপাকে পেড়েছেন বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তিই।তবে মোসাক ফনসেকা দাবি করেছে, তারা হ্যাকের স্বীকার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here