নাজিমুদ্দিন হত্যার ঘটনায় উপাচার্য ভবন ঘেরাও

0
0

নাজিমুদ্দিন হত্যার ঘটনায় উপাচার্য ভবন ঘেরাও
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সান্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে প্রশাসনিক ও উপাচার্য ভবন ঘেরাও করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। আজ বুধবার বিশ্ববিদ্যায়ে পৃথক পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারিরা নাজিমুদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন। এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সমস্ত ক্যাম্পাসে মিছিল করে। পরে বেলা ১২টার দিকে উপাচার্য ভবন ঘেরাও করে হত্যায় জড়িত খুনিদের শাস্তি দাবি করেন তারা।

শিক্ষক সমিতির মানববন্ধনে উপাচার্য বলেন, ‘নাজিমুদ্দিন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। যদি সে কোনো ধর্মে বা কোনো ব্যক্তির সম্পর্কে কিছু বলে থাকে তাহলে তাকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে। কিন্তু তাকে হত্যা করা প্রকৃত সমাধান হতে পারে না।’ উপাচার্য ভবন ঘেরায়ের সময় ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন বলেন, ‘বিগত এক সপ্তাহ ধরে নাজিমুদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। অথচ শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন দিন দিন ধোঁকাবাজি করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here