সাতক্ষীরার লাবসায় সোমবার ভোরে ফেনসিডিলবাহী একটি পাজেরো গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গাড়ি তল্লাশি করে নয়টি বস্তা ভর্তি ২ হাজার ৯’শ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয় । নিহত কুদ্দুস সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের মৃত সোবহানের ছেলে।
পুলিশ জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে আনা ফেনসিডিল বহনকারী একটি পাজেরো গাড়ি দ্রুতবেগে রাজধানী ঢাকার উদ্যেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির আরোহী ফেনসিডিল ব্যবসায়ী কুদ্দুস নিহত হন। তবে গাড়ির ( ঢাকা মেট্রো ঘ ১১- ৯২৬৫) চালক পলাতক রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক জানান, সোমবার ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীদের বরাত দিয়ে তিনি জানান, গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায় । এ সময় ফেনিসিডিল ব্যবসায়ী কুদ্দুস নিহত হন।
তিনি জানান, নিহত কুদ্দুস একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে মামলা দায়ের করা হবে।