বাংলাদেশে দমননীতি উগ্রপন্থিদের সুবিধা করে দিচ্ছে

0
0

Crisis_Group_poster_cmyk [Conve

বাংলাদেশে রাজনৈতিক দমননীতি উগ্রপন্থিদের সুবিধা করে দিচ্ছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র“প।সোমবার ব্রাসেলসভিত্তিক সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্ব, উগ্রপন্থা ও ফৌজদারি বিচার’ শীর্ষক এ প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বাংলাদেশের আইনশৃংখলা সংকটের মূলে রয়েছে ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধী মতের দীর্ঘদিনের বৈরিতা।

দমননীতির কারণে একদিকে সরকারের কর্মকাণ্ডের বৈধতা প্রশ্নবিদ্ধ’ হচ্ছে, অন্যদিকে এর মধ্য দিয়ে অন্য পক্ষকে সহিংস জবাব দিতে উস্কানি দেয়া হচ্ছে, যা কার্যত উগ্রপন্থিদেরই সুবিধা করে দিচ্ছে।প্রতিবেদনে বলা হয়, সরকারকে বুঝতে হবে যে, নিজেদের স্বার্থেই তাদের এ পথ থেকে সরে আসতে হবে। তা না হলে সহিংস উগ্রবাদী এবং বিরোধী রাজনৈতিক হুমকি মোকাবিলায় তাদের ব্যর্থ হতে হবে।বিরোধী রাজনৈতিক মত দমনে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, অধিকারকর্মীরা রয়েছেন উগ্রপন্থিদের হুমকির মুখে। আর শিথিল আইনি ব্যবস্থাপনার সুযোগে উগ্রপন্থি সংগঠনগুলো নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে।সরকার উগ্রপন্থিদের কাউকে কাউকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করলেও তাতে স্বচ্ছ ও সঠিক আইনি প্রক্রিয়া’ অনুসরণ করা হয়নি।

এতে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, যা থেকে উগ্রপন্থিরাই ফের সুবিধা পাচ্ছে বলেও মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র“প।উল্লেখ্য, বিশ্বে সংঘাত বন্ধে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র“প। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত অলাভজনক এই বেসরকারি সংস্থা চারটি মহাদেশের ৬০টি দেশ ও ভূখণ্ড নিয়ে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here