সিউল সোমবার জানিয়েছে, উত্তর কোরিয়ার দুই তারকাবিশিষ্ট এক জেনারেল পক্ষত্যাগ করে গত বছর দক্ষিণ কোরিয়ায় চলে গেছেন। এ ধরনের উচ্চপর্যায়ের এক সামরিক কর্মকর্তার পক্ষত্যাগ একটি বিরল ঘটনা।দ. কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সিউলে পৌঁছানোর আগে সেনাবাহিনীর এ জেনারেল ব্যুরো অব রিকনিসন্সে দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যকরে গোয়েন্দা কার্যক্রমের দায়িত্ব পালন করেন।সিউলে একত্রীকরণ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবর নিশ্চিত করলেও ওই সামরিক কর্মকর্তার নামসহ এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।ইয়োনহাপের বরাত দিয়ে সিউলের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া তিনি হচ্ছেন এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্ত। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এ ব্যুরোর কার্যক্রমের ব্যাপারে তিনি বিস্তারিত তথ্য জানিয়েছেন বলে মনে করা হচ্ছে।’
দেশের বাইরে রাষ্ট্র পরিচালিত একটি রেস্তোরাঁয় কর্মরত উত্তর কোরিয়ার ১৩ নাগরিকের একটি গ্রুপ পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়ার খবর সিউল জানানোর কয়েকদিন পর এ খবর প্রকাশ করা হলো। এটি ছিল একসঙ্গে এতো লোকের পক্ষত্যাগের বিরল ঘটনা।উল্লেখ্য, পক্ষত্যাগ করা এসব লোক বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। এদের মধ্যে মাত্র একজন পুরুষ, বাকি ১২ জনই নারী।