জঙ্গিবাদ রুখতে নবনির্বাচিত নগর নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
0

11-04-16-PM_Call On Mohanagar Awami League-7

সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জনিয়েছেন তিনি।

ঢাকা মহানগরের উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান এসব কথা জানান।তিনি জানান, ঢাকার মহানগর উত্তর ও দক্ষিণের চার নেতা, থানা ও ওয়ার্ডের নেতারা সেমাবার বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে যান। সন্ধ্যা সাড়ে ৬টায় তারা বের হন।এ সময় প্রধানমন্ত্রী তাদের ঢাকা মহানগরে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার নির্দেশ দেন। ঢাকায় যেন কোনো ধরণের চাঁদাবাজি-মাস্তানি না হয়, সেদিকেও নজর রাখতে বলেন।

এর আগে রোববার ঢাকাকে দুই ভাগ করে নগরের উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ঢাকা উত্তরে এ কে এম রহমতুল্লাহকে সভাপতি, সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও শাহে আলম মুরাদ সাধারণ সম্পাদক।একই দিন নগরীর প্রতিটি থানা এবং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here