গৌরনদীর বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা সম্পন্ন ও স্বরনিকা প্রকাশ

0
0

Gournadi Photo ..11.04

চার’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে গতকাল ভোররাতে বাৎসরিক কালীপূজা সম্পন্ন হয়েছে ও স্বরনিকা প্রকাশ করা হয়। পূজা উপলক্ষে মন্দিরকে আলোক সজ্জায় সজ্জিতসহ বর্নিল সাজে সাজানো হয়েছিল। মন্দিরের চারপাশে দুই দিনের গ্রামীন মেলার আয়োজন করেছে মন্দির কমিটি।

বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রণব রঞ্জন দত্ত (বাবু দত্ত) জানান, ১০টায় স্বরনিকা পুস্পাঞ্জলি প্রকাশ করা হয়, সকাল থেকে উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে কালী পূজা শুরু হয়। মন্দিরের পুরোহিত অনিল চন্দ্র পূজা অর্চনা করেন। দুপুর ১টায় চন্ডিপাঠ ও শিতলা পূজা, বিকালে বলিদান, গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযোগীতা, রাতে বিশ^ শান্তি কল্পে প্রার্থণা, দু;দফা প্রসাদ বিতরণ ও শিবাভোগ, গভীর রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হয়েছে। ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মন্দির ভক্তরা এসে গৌরনদীর বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান নেয়। অমৃত লাল দে এন্ড কোং’য়ের পরিচালক সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে, অগ্রনী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ হাজার হাজার মন্দির ভক্ত কালী প্রতিমাকে প্রণাম করে প্রনামী ও মানত প্রদান করেন। শনিবার সকাল ১০টায় মন্দিরের সভাপতি শান্তনু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি অ্যাডভোকেট বলরাম পোদ্দার স্বরনিকা পুস্পাঞ্জলি উন্মোচন করেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রণব রঞ্জন দত্ত, স্বরনিকার তিন সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, সঞ্জয় কুমার পাল, মণীষ চন্দ্র বিশ্বাস, বরিশাল মহানগর পূজা উৎযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমূখ। পূজা উপলক্ষে মন্দিরের আশেপাশে এবং মন্দির সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে ও বার্থী বাজারে ভোররাত পর্যন্ত গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। গৌরনদী থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, পূজার দিন মন্দির এলাকায় র‌্যাব ও পুলিশ সদস্য দ্বারা নির্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here