জন কেরি সোমবার বিশ্বের প্রথম পরমাণু বোমার হামলাস্থল হিরোশিমায় নিহত ব্যক্তিদের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা।প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনিই প্রথম হিরোশিমা পরিদর্শন করেন। এ সময় জি৭ পররাষ্ট্রমন্ত্রীরা তার সঙ্গে ছিলেন।১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র এখানে পরমাণু বোমা নিক্ষেপ করে। এতে ১ লাখ ৪০ হাজার লোক মারা যায়।খবর বার্তা সংস্থা এএফপি’র।
হিরোশিমায় কেরি জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিচ্র্ছেন।তারা হিরোশিমায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
মন্ত্রীরা পার্শ্ববর্তী হিরোশিমা জাদুঘরও পরিদর্শন করেন।কেরি জাদুঘরের পরিদর্শক বইয়ে লিখেন, ‘এই জাদুঘরটি পারমাণবিক অস্ত্রের হুমকি অবসানে আমাদের দায়িত্বের বিষয়টিকে অত্যন্ত কঠোর ও রূঢ়ভাবে মনে করিয়ে দিচ্ছে।১৯৪৫ সালের ৬ আগস্ট স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে মার্কিন বি-২৯ বোমারু বিমান এনোলা গেই হিরোশিমায় ‘লিটিল বয়’ নামে একটি ইউরেনিয়াম বোমা নিক্ষেপ করে।বোমাটি ৬০০ মাইল (১৮০০ফুট) এলাকাজুড়ে বিস্ফোরিত হয়। এটি এখন হিরোশিমা পিস ডোম নামে পরিচিত।এতে তাৎক্ষণিকভাবেই প্রায় ৭০ হাজার লোক প্রাণ হারায়। এতে আহত হয়ে এবং তেজস্ক্রিয় বিকিরণে আরো অন্তত ১ লাখ ৪০ হাজার লোক ওই বছরের শেষ নাগাদ মারা যায়।