হাইকোটের্র দেয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ায় আরিফুল হক চৌধুরীকে আবার কারাগারে পাঠিয়েছেন আদালত।সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী গত ২২শে মার্চ হাইকোর্টে নিজের এবং মায়ের অসুস্থতায় জামিন চেয়ে আদালতে জামিন আবেদন করেন। আদালত তাকে ১৫ দিনের জামিন দিলে ২৭শে মার্চ হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাব উল্লাহ বিস্ফোরক মামলায় তাকে ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার ধার্য্য তারিখে সোমবার আরিফুল হক চৌধুরী সিলেটের দ্রুত বিচার ট্রাইবুন্যালে হাজির হলে হাইকোটের্র দেয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এর পূর্বে আদালত জামিনের মেয়াদ বর্ধিত করণের আবেদন নাকচ করেন। ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ ৫জন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন। গত ২২শে মার্চ হাইকোর্ট থেকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জামিন পান মেয়র আরিফুল। বিস্ফোরক মামলা থাকায় মুক্তি পাননি তিনি। তবে ২৭শে মার্চ বিস্ফোরক মামলায়ও জামিন পান তিনি।