প্রতি বছরের ন্যায় এবারও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।সাবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে এই কার্ড পৌঁছে দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামে পাঠানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি শুভেচ্ছা কার্ডও পৌঁছে দেন প্রতিনিধি দলের সদস্যরা।কার্ড দেওয়ার পর আবুল খায়ের ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। আমরা এটা দিতে এসেছি। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন ও শিরিন সুলতানা।আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও কাওসার মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।আগামী বৃহস্পতিবার বঙ্গাব্দ ১৪২৩ এর প্রথম দিনটি নানা আয়োজনে উদযাপন করবে বাংলাদেশ।দুই নেত্রীর মধ্যে দীর্ঘ দিন দেখা-সাক্ষাৎ ও সরাসরি কথা-বার্তা না হলেও দুই ঈদ ও বাংলা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিয়ম করে থাকেন।