বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েক বছর ধরে বিএনপি প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করছে। এই অবস্থায় দলের নতুন নেতৃত্বে আন্দোলনের সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে বিএনপি কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিগাতলা মসজিদ রোড়ের বাসায় অসুস্থ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিএনপির মহাসচিব বলেন, বিএনপির অসংখ্য নেতা-কর্মী নিহত-আহত হয়েছেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতা-কর্মীদের উজ্জীবিত করেছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। নতুনদের দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। তাঁদের নেতৃত্বে আন্দোলনে সফলতা পাবে। গণতন্ত্রের জন্য বিএনপির চলমান সংগ্রাম আরও সামনে এগিয়ে যাবে।গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। দুর্নীতিকে জায়েজ করতে জনগণের টাকা হাতিয়ে নিতে এভাবে দাম বাড়ানো হচ্ছে। মির্জা ফখরুল বলেন, দেশ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রনে। যদি আরেক দফা গ্যাস ও বিদ্যুতে দাম বাড়ানো হয় তাহলে বিএনপি ঘরে বসে থাকবে না। কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামবে।
তিনি বলেন, গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ যুদ্ধ করেছিলো। সেই গণতন্ত্রের চেতনা আজ হারিয়ে গেছে। দেশ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।মহাসচিব বলেন, আমাদের দলের অসংখ্য নেতাকর্মী নিহত, আহত হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গতকয়েক বছর ধরে বিএনপি প্রতিকূল পরিস্থিতিতেই রাজনীতি করছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। এর মাধ্যমেই আন্দোলনের সফলতা আসবে।বিএনপির এই নেতা বলেন, দেশের এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। আমরা অত্যন্ত আশাবাদী এই দলকে সুসংগঠিত করে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারবো।এ সময়ে দলের জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম উপস্থিত ছিলেন।