বিভক্ত ঢাকা মহানগরীতে আ. লীগে আসছে নতুন নেতৃত্ব

0
0

ঢাকা মহানগর আওয়ামী লীগে

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিকে এবার উত্তর ও দক্ষিণ নামে দুই ভাগে ভাগ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে নবগঠিত কমিটির নেতৃত্বে কারা আছেন সে বিষয়ে দলটির নেতারা এখনো মুখ খুলছেন না।এক যুগ পেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির ঘোষণা আসছে।দলীয় সূত্রে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর কেন্দ্রীয় নেতা সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জন্য পৃথক দুই কমিটি করার দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। ফারুক খান উত্তরে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ ও মো. সাদেক খানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে খসড়া কমিটি প্রস্তাব করেন। দক্ষিণের জন্য আবদুর রাজ্জাক সভাপতি হিসেবে এম এ আজিজ ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক প্রস্তাব করে কমিটি চূড়ান্ত করে সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দেন।

রোববার এই কমিটি ঘোষণা হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ শনিবার জানিয়েছেন।আগে একটি কমিটি থাকলেও রাজধানীর দুই অংশের জন্য এবার দুটি কমিটি দেওয়া হবে বলে জানান তিনি।এবার অন্যান্য সংগঠনের ন্যায় মহানগর উত্তর ও দক্ষিণ দুটি শাখায় ভাগ করা হয়েছে। কারা এই দুই শাখার কমিটিতে আসছে, তা আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

২০০৩ সালের পর আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি গঠনের পর আর কমিটি হয়নি। তবে এর মধ্যে একবার সম্মেলন হলেও নতুন কমিটি আসেনি। ২০০৩ সালের ১৮ জুন মোহাম্মদ হানিফকে সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে কমিটি হয়েছিল।একুশে অগাস্টের গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর এম এ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এরপর ২০১২ সালের ২৭ ডিসেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল।কিন্তু সেই কমিটি আর আসেনি। এর মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সম্প্রতি মারা যান।কাউন্সিলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর নতুন কমিটির ঘোষণা আসতে যাচ্ছে রোববার।এ বিষয়ে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, উত্তর-দক্ষিণ দুই ভাগে মহানগর আওয়ামী লীগের কমিটি বিভক্ত করা হয়েছে। আগামীকাল রবিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন এ কমিটি ঘোষণা করা হবে।এর আগে উত্তর ও দক্ষিণের খসড়া কমিটি তৈরি করা হলেও ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুর কারণে দক্ষিণের সভাপতি পদ আটকে যাওয়ায় কমিটি গঠন পিছিয়ে যায়।

এর আগে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে এক শোকসভায় এম এ আজিজকে সভাপতি করা হয়েছিল বলে তার বক্তৃতায় বলেছিলেন। কিন্তু গত ২৩ জানুয়ারি আজিজের মৃত্যুর পর এ পদে নতুন নেতা খুঁজতে গিয়েই মূলত পিছিয়ে যায় কমিটি ঘোষণা।তবে গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা যাওয়ায় তার স্থলে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি হিসেবে চূড়ান্ত করেন দলীয় প্রধান শেখ হাসিনা। সর্বশেষ ২০০৩ সালের ১৮ জুন সম্মেলনের মাধ্যমে মেয়র মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০০৬ সালের ২৮ নভেম্বর মেয়র হানিফ মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এম এ আজিজকে দায়িত্ব দেয়া হয়।আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন করার কথা থাকলেও প্রায় ১২ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। সম্মেলনে আগের কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত দায়িত্বরত থাকতে বলা হয়। একইভাবে আগের কমিটির স্ব স্ব পদের নেতারাই বিগত দিনে দায়িত্ব পালন করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here