বিএনপির ৭ জন যুগ্ম মহাসচিব ও ৮ জন সাংগঠনিক সম্পাদক পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনিতদের নাম ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন। বিএনপির যুগ্ম মহাসচিব হলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ , লায়ন আসলাম চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক হলেন, ঢাকায় ফজলুল হক মিলন, চট্রগামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স ও ফরিদ পুরে শ্যামা ওবায়েদ। রিজভী বলেন, গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলর বৃন্দ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী কমিটি সহ দলের সব কমিটি গঠনের ক্ষমতা দেন । সেই ক্ষমতার বৃেিত্তই তিনি এসব পদে তাদেও মনোনিত করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।