বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন’ শীর্ষক কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬। একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে ০৮ ও ০৯ এপ্রিল অংশগ্রহণ করে ঢাকা মহানগরী ও ঢাকা জেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতার বিষয় ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী লায়লা হাসান, নাদিরা বেগম, ফাতেমাতুজ জোহরা, ইয়াকুব আলী খান, সোহরাব উদ্দীন, ইন্দ্রমোহন রাজ বংশী, এস এম মোহসীন, গোলাম সারোয়ার, মীর বরকত, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, বেলায়েত হোসেন খান, মাহফুজুর রহমান, আকতারুজ্জামানসহ আরো অনেক গুণী ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে আজ বিকেল বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট, সিডি এবং বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক বই তুলে দেন বিচারক ও অতিথিবৃন্দ।
আগামী ১৩ ও ১৪ মে ২০১৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রায় তিন সহ¯্রাধিক প্রতিযোগি অংশগ্রহণ করবে।