প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন ব্রাসেলসে গ্রেফতার

0
39

মোহাম্মদ আবরিনি

নভেম্বর মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন মোহাম্মদ আবরিনিকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিতকরেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। বেলজিয়ামের গণমাধ্যম জানিয়েছে, ব্রাসেলস বিমানবন্দরের বহির্গমন কক্ষে বিস্ফোরণের আগে সিসিটিভিতে হ্যাট মাথায় যে লোকটকে দেখা গেছে তিনি আবলিনিই হতে পারেন।

২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। শুক্রবার পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ওসামা কে নামের একজন পাতাল রেলে বোমা হামলা চালানোর সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে তদন্ত করা হবে। বিমানবন্দরে বোমা হামলার পর পাতাল রেলে হামলাটি চালানো হয়। দুটি স্থানে ভয়াবহ এই হামলায় ৩২ জন প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় ১৩০ জন প্রাণ হারায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here