ডিম সংগ্রহকারীদের জীবনবৈচিত্র্য নিয়ে চলচিত্র নির্মাণ করছেন তৌকির আহমদ

0
0

ডিম সংগ্রহকারীদের জীবনবৈচিত্র্য নিয়ে চলচিত্র নির্মাণ করছেন তৌকির আহমদ

বন্দর নগরী চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত ‘হালদা’ নদী। আর হালদা নদী ও হালদা পাড়ের হতদরিদ্র নিষিক্ত ডিম সংগ্রহকারী জেলে এবং এর আশপাশের অন্যান্য পেশার মানুষের জীবনবৈচিত্র্য নিয়ে দেশের অন্যতম নাট্যকার ও অভিনেতা তৌকির আহমদ চলচিত্র নির্মাণ করছেন। গল্পকার আজাদ বুলবুলের গল্প অবলম্বনে ওই চলচিত্রের নাম রাখা হয়েছে ‘হালদা’। ওই চলচিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যের কাজটিও করছেন তৌকির আহমদ নিজেই। ইতিমধ্যে মধ্যে গবেষণার প্রয়োজনীয় কাজ-কর্ম প্রায় শেষ পর্যায়ে এনেছেন তিনি। চলতি মাসে শেষ দিকে চলচিত্রটির কাজ পুরোদমে শুরুর কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় হালদা চলচিত্র নির্মাতা তৌকির আহমদ গত শুক্রবার (৮ এপ্রিল) তার নির্মিতব্য চলচিত্রের সাথে সংশ্লিষ্টদের নিয়ে হালদা নদীতে প্রাথমিকভাবে শুটিং শুরু করেন।

গল্পকার আজাদ বুলবুল চলচিত্র নির্মানের ব্যাপারে এ প্রতিবেদককে জানান, মূলত হালদার মা-মাছের মার্তৃত্ব ও মানুষের মার্তৃত্বকে এক করে দেখা হয়েছে এ চলচিত্রে। হালদা নদী ও হালদা পাড়ের হতদরিদ্র নিষিক্ত ডিম সংগ্রহকারী এবং এর আশপাশের অন্যান্য মানুষের জীবনবৈচিত্র্য নিয়ে নির্মিত হবে এ চলচিত্রটি। এ নদীর উপর এক শ্রেণির নির্ভরশীল মানুষের সাথে হালদা নদী যে একি সূত্রে গাঁথা তারই একটি প্রতিছব্বি হচ্ছে এ চলচিত্র।

নিজেই তৈরী করা নতুন ছবিটি নির্মাণ প্রসঙ্গে নাট্যকার ও অভিনেতা তৌকীর আহমদ এ প্রতিবেদকে বলেন, প্রতি বছর এপ্রিল-মে মাসে প্রবল বর্ষন ও মেঘের তুমুল গর্জনে হালদা নদীতে ডিম ছাড়ে মা-মাছ এবং নিষিক্ত ডিম সংগ্রহ করে জেলেরা। এই বিচিত্র হালদা নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবন-প্রবাহ এবং জটিলতা-সবকিছুই আমার ছবির বিষয়বস্তুতে আছে। এছাড়া এ চলচিত্রে হালদার অতীত ঐতিহ্য, বৈশিষ্ট্য ও সংরক্ষনের বিষয়টি মূলত আমরা এ চলচিত্রের মাধ্যেমে তুলে ধরতে চাই।

এ ব্যাপারে হালদা বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া এ প্রতিবেদককে জানান, সংশ্লিষ্ট প্রশাসনের উদাসিনতা তথা মা-মাছ নিধন, হালদার বাঁক কাটা, ডিম ছাড়ার পরিবেশ নষ্ট, রাবার ড্যাম ও পেপার মিল এবং ট্যানারির অপরিশোধিত বিষাক্ত বর্জ্য নদীতে পতিত হওয়ার কারণে হালদা নদীর অতীত ঐতিহ্য এখন আর নেই বললেই চলে। তবে ওই সব সমস্যা থকে পরিত্রানের জন্য তথা হালদা নদীকে বিভিন্ন ধরনের ক্ষয়রোধ থেকে রক্ষা করতে শুধু মিছিল মিটিং বা মানববন্ধন যথেষ্ট নয়। এমন শূন্যতা অনুভব করে দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীকে বাঁচতে তৌকির আহমদের এ উদ্যোগ খুবই প্রসংশনীয়। এ ধরনের ছবি নির্মানের মাধ্যমে হালদা নদীর প্রয়োজনীয়তা সকলের মাঝে তুলে ধরতে হবে বলে তিনি মনে করেন ।

উল্লেখ্য যে, দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী বিশ্বের একমাত্র অন্যতম জোয়ার-ভাঁটার নদী। এখানে প্রতি বছর এই সময়ে কার্প জাতীয় রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ সহ বিভিন্ন প্রজাতির মা মাছের নিষিক্ত ডিম ছাড়ে এবং জেলেরা ডিম সংগ্রহ করে পরে তা কয়েক দফায় বিকিকিনি করে লক্ষ লক্ষ টাকা আয় করে। অপার এই জীব বৈচিত্র ও মৎস্য সম্পদের অন্যতম রূপালী খনি জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলেছে বহু বছর ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here