ঝিনাইদহে নকল ও ভেজাল ঔষধ ক্রয় বিক্রয় প্রতিরোধে শীর্ষক সেমিনার

0
49

ঝিনাইদহে নকল ও ভেজাল ঔষধ ক্রয় বিক্রয় প্রতিরোধে শীর্ষক সেমিনার

নকল ও ভেজাল ঔষধ ক্রয় বিক্রয় প্রতিরোধে চায় সম্মিলিত উদ্যোগে এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ ঝিনাইদহ জেলার সভাপতি মোঃ মোবাশশির হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ গেলাম কিবরিয়া ,ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, রেডিয়েন্ট ফর্মাসিটিক্যাল্স লিঃ এর চেয়ারম্যান মোঃ নাসের শাহ্রিয়ার জাহেদী, মডার্ণ ফার্সামিসিক্যাল্স লিঃ এর চেয়ারম্যান খাইরুল বাশার, ঝিনাইদহ ঔষধ তত্ত্বাবধায় ও ঔষধ প্রশাসন মোঃ নাজমরুল হাসান ও ডাক্তার দুল্লাল কুমার চক্রবর্তী। উল্লেখ্য, সেমিনার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here