চার জেলায় দেড় শতাধিক মণ জাটকা জব্দ

0
0

চার জেলায় দেড় শতাধিক মণ জাটকা জব্দ

পটুয়াখালী , মুন্সীগঞ্জ, চাঁদপুর ও বরিশালে অভিযান চালিয়ে প্রায় ১৬৬ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।শনিবার সকালে ও শুক্রবার রাতে মুন্সীগঞ্জ ও চাঁদপুরে লঞ্চে এবং বরিশালে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে এ জাটকা পাওয়া যায় বলে কোস্টগার্ড জানিয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাঠপট্টির কাছে ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি সুন্দরবন-৯ লঞ্চে অভিযান চালিয়ে ৩৮ মণ জাটকা জব্দ করা হয়েছে বলে জানান অভিযান তত্ত্বাবধানকারী কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ।তিনি বলেন, ১৩টি ড্রামে করে জাটকাগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। জব্দ জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।তবে মালিক না পাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।বরিশাল সদর উপজেলার তালতলীতে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয় বলে জানান বরিশাল কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা আব্দুল সত্তার।

তিনি বলেন, সকাল ১০টার দিকে কীর্তনখোলায় বিভিন্ন ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় নদীর তীরে আনুমানিক ২০ মণ জাটকা ফেলে পালিয়ে যায় কয়েকজন জেলে।চাঁদপুরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ‘কর্ণফুলী-১ লঞ্চ থেকে প্রায় ৮৯ মণ (৩৫০০ কেজি) জাটকা উদ্ধার করা হয়েছে বলে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানিয়েছেন।তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে যাত্রীবাহী ওই লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।শনিবার সকালে উদ্ধারকৃত জাটকাগুলো অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি।ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

পটুয়াখালী: পটুয়াখালী সেতুর টোলপ্লাজার সামনে থেকে একটি পিকআপ বোঝাই করা জাটকা ইলিশসহ একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে পটুয়াখালী থানার সামনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরশাদ উদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছগুলো জব্দ করে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত এবং আটককৃত পিকআপ ড্রাইভার শাহীন হাওলাদারকে (২৭) পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে লেবুখালী ফেরীঘাট থেকে শহরের হেতালিয়া বাঁধঘাট আসার পথে মাছ বোঝাই পিকআপটিকে আটক করে তারা। পিকআপটিতে ১০টি ড্রামে ২-৩ ইঞ্চি আকারের ২০ মনের বেশি জাটকা ছিল বলে ধারনা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here