হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।৪২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অভিযোগপত্রে ৯ জনকে অভিযুুক্ত করা হয়েছে।মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউসার আলমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।মামলার ৩২ কার্যদিবসে এ অভিযোগপত্র দাখিল করা হয়।অভিযুক্তরা হলেন, আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া, রুবেল মিয়া ও বেলাল মিয়া, সাহেদ, সালেহ আহমেদ, আরজু, উস্তার মিয়া, বাবুল মিয়া ও বাচ্চু।এরমধ্যে বাচ্চ র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এর আগে জুয়েল মিয়া, রুবেল মিয়া আরজু মিয়া ও সাহেদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।অভিযুক্ত উস্তার মিয়া, বাবুল মিয়া ও বেলাল পলাতক রয়েছে।উপজেলা চেয়ারম্যান এবং এলাকার বিভিন্ন পর্যায়ের ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গত ১২ ফেব্র“য়ারী শুক্রবার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। ওই দিন বিকেলে তারা উত্তর ভাদেশ্বর গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এ ব্যাপারে পরদিন ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল থানায় সাধারণ ডায়েরী করেন।১৪ ফেব্র“য়ারী রাতে নিখোঁজ শিশু মনির মিয়ার পিতা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।১৫ ফেব্র“য়ারী সকালে সুন্দ্রাটিকি গ্রামের দিন মজুর কাজল মিয়া প্রতিদিনের ন্যায় করাঙ্গী নদীর পাশে মাটি কাটতে গিয়ে ৪ শিশুর লাশ দেখতে পান। পরে লাশগুলো ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে পঞ্চায়েতের বিরোধকে কেন্দ্র করে এই ৪ শিশু খুন হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।