লাখ ছাড়ালো মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫

0
39

05-04-16-PM_ECNEC Meeting-4

২০১৫-২০১৬ অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ হয়েছে।আর মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৪৬৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। আগে মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৬ ডলার।মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরে সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন।

সূত্র বলছে, বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। তবে এবার সে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যা কোনো নির্বাচিত সরকারের আমলে এটাই রেকর্ড জিডিপি। তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৬-২০০৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭দশমিক ০৬ শতাংশ।চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১হাজার ৪৬৬ ডলার হবে বলে ধারণা করছে সরকার।২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ)তথ্য বিশ্লেষণ করে মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রাক্কলন ঠিক হয়ে থাকলে এক বছরেই মাথাপিছু আয় বাড়ছে দেড়শ ডলার। সরকার আশা করছে, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি এবার প্রথমবারের মতো ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী এবার প্রবৃদ্ধি হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

অর্থবছরের শুরুতে বাজেট ঘোষণার সময় ৭ শতাংশ প্রবৃদ্ধির আশার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্ব ব্যাংক বলেছে, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে। চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ১ লাখ ৯৯৭ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এনে সংশোধিত এডিপি করা হয়েছে ৯৩ হাজার ৮৯৪ কোটি ৬৮ লাখ টাকায়। এর মধ্যে স্বায়ত্বশাসিত সংস্থার ২ হাজার ৮৯৪ কোটি টাকা। মূল এডিবি থেকে প্রায় ৭ হাজার ১০৩ কোটি টাকা কাটছাট করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, চাহিদা থাকলেও আমরা সে অনুযায়ী বরাদ্দ দিতে পারিনি। তারপরও বাস্তবতার প্রেক্ষিতে বরাদ্দ দিয়েছি। আগামীতে এডিপির পরিমাণ আরো বাড়বে।তিনি জানান, চলতি অর্থবছরে মূল এডিপির আকার ১ লাখ ৯৯৭ হাজার কোটি টাকা ছিল। সেখান থেকে কাটছাট করে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা ৬৮ লাখ টাকা করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ৬৪ হাজার ৭৩৪ কোটি ৬৮ লাখ এবং বৈদেশিক সহায়তা ২৯ হাজার ১৬০ কোটি টাকা। যদিও অর্থ বিভাগ থেকে সংশোধিত এডিপির আকার দেয়া হয়েছিল ৮৮ হাজার কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ অর্থবছরে এখন পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে ৪১ শতাংশ। যা টাকার অংকে ৪১ হাজার ৮৮৮ কোটি টাকা। এ বছর ২৭৭টি প্রকল্পের কাজ শেষ হবে। আমাদের এডিপি বাস্তবায়নের হার আরো বাড়াতে হবে।সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন খাত। এ খাতে সংশোধিত এডিপির ২২ শতাংশ বা ১৯ হাজার ৬৭৪ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ খাত। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঘোড়াশালের দু’টি ইউনিটের রিপাইয়ারিং, পল্লী বিদ্যুতের ১৫ লাখ গ্রাহককে সংযোগ প্রদানসহ বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়নে এ খাতে ১৫ হাজার ৩০০ কোটি টাকা দেয়ার প্রস্তাব চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগ।তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষা ও ধর্ম খাত। শিক্ষার প্রসার ও গুণগত মানবৃদ্ধির জন্য এ খাতে ৯ হাজার ৮৮২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিকুল-উল-ইসলাম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here