বয়স,অসুস্থতা,সামাজিক মর্যাদায় পাঁচ মামলায় খালেদার জামিন

0
0

25645932283_e83458d3a6_z

হত্যা,নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের মোট পাঁচটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার বয়স, শারীরিক, অসুস্থতা ও সামাজিক মর্যাদা বিবেচনায় এসব মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন পৃথক পৃথক পাঁচটি আদালত। অন্য একটি আদালত খালেদাকে একটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত পর্যায়ক্রমে দু’টি জজ আদালত ও সিএমএম আদালতের চারটি ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে হাজির ছিলেন খালেদা জিয়া।সব মামলায় হাজিরা দিয়ে জামিন লাভ শেষে দুপুর একটা ২০ মিনিটের দিকে আদালত চত্বর ত্যাগ করে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ঢাকার আদালত পাড়ায় হাজির হয়ে জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট আদালতের বিচারকরা তা মঞ্জুর করেন।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তিনি একে একে পাঁচ বিচারকের সামনে হাজিরা দেন। এ সময় আদালতের আশপাশে নেওয়া হয় কড়া নিরাপত্তা। তিন ঘণ্টা পর সব মামলায় জামিন পেয়ে বাড়ির পথে রওনা হন বিএনপি প্রধান। আদালতে আসার পর শুরুতেই যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আত্মসমর্পণ করে খালেদা জামিনের আবেদন করেন।শুনানি শেষে মহানগর দায়রা জজ (১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনাল) কামরুল হোসেন মোল্লা জামিন মঞ্জুর করেন।যাত্রাবাড়ীর এ মামলায় আদালত গত ৩০ মার্চ খালেদাসহ পলাতক ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এ মামলার জামিন শুনানি শেষে খালেদা জিয়া একই ভবনের ছয় তলায় বিশেষ জজ আদালতে গিয়ে গ্যাটকো মামলায় আত্মসমর্পণ করে জামিন চান।
এ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে এক লাখ টাকা মুচলেকায় বিএনপি চেয়ারপারসনের জামিন মঞ্জুর করেন। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার একটি রিট আবেদন খারিজ হওয়ায় হাই কোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।গ্যাটকোর শুনানির পর খালেদা পাশের ভবনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যান। সেখানে নাশকতার আরও দুটি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তিনি জামিনের আবেদন করেন।

এর মধ্যে যাত্রাবাড়ীর ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আত্মসমর্পণের পর তার জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম রাশেদ তালুকদার।গুলশানে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলার ঘটনায় খালেদাকে করা হয়েছিল হুকুমের আসামি। এ মামলায় তিনি আত্মসমর্পণ করার পর মহানগর হাকিম কায়সারুল আলম তার জামিন আবেদন মঞ্জুর করেন।এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদীর করা রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত খালেদাকে তলব করেছিল। তিনি আদালতের সামনে উপস্থিত হয়ে জামিন চাইলে মহানগর হাকিম জাকির হোসেন টিপু তা মঞ্জুর করেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া ও খুরশীদ মিয়া আলমসহ বিপুল সংখ্যক আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু শুনানিতে জামিনের বিরোধিতা করেন।গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গতবছর ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।এর মধ্যে ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান দুটি মামলা করেন, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয় হুকুমের আসামি।১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় করা মামলায় পেট্রোলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।
তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ গত বছরের ৬ মে হত্যা মামলায় এবং ১৯ মে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।এরপর চলতি বছর ২৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ৩০ মার্চ আদালত এ মামলায় খালেদা জিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পলাতকদের গ্রেপ্তার করা গেল কিনা- সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সেদিন ২৭ এপ্রিল তারিখ ঠিক করে দেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।এ মামলার ৩৮ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তৎকালীন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াসহ ছয়জন জামিনে রয়েছেন। এছাড়া শহিদুল খান, লিটন, পারভেজসহ চারজন কারাগারে রয়েছেন।

গ্যাটকো দুর্নীতি : খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২সেপ্টেম্বর তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।এই মামলা হওয়ার পরদিনই খালেদা ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছর ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করে গতবছর ৫ অগাস্ট রায় দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।মামলার স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ওই রায়ে।

এরপর গত ১৫ ফেব্র“য়ারি হাই কোর্টের ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে দুই মাসের মধ্যে খালেদার নিম্ন আদালতে আত্মসমর্পণের বাধ্যবাধকতা তৈরি হয়। এরপর জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বিএনপি চেয়ারপারসনকে ১৩ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেন।অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে এ আদালতে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে এই দুর্নীতি মামলা।

গুলশানে বোমা : বিএনপির লাগাতার হরতাল-অবরোধের প্রতিবাদে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী- পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের একটি মিছিল গতবছর ১২ ফেব্র“য়ারি খালেদা জিয়ার বাসা ঘেরাওয়ের জন্য গেলে গুলশানের মেট্রোপলিটন শপিংমলের ওপর থেকে ৬-৭টি বোমা ফেলা হয়; আহত হন অন্তত ১১ জন।ওই ঘটনার চারদিন পর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ইসমাইল হোসেন বাচ্চু গুলশান থানায় মামলা করেন। এজাহারে এক নম্বর আসামি ও বোমা হামলার মদদদাতা হিসেবে রাখা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম।বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন, দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ আরও ১৪ নেতাকর্মীকে আসামি করা হয় এ মামলায়।

রাষ্ট্রদ্রোহ: গত ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে. আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।ওই বক্তব্যে দেশদ্রোহী মনোভাবের পরিচয় রয়েছে অভিযোগ করে গত ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।এই মামলা করার আগে তিনি নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও নেন।ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার গত ২৫ জানুয়ারি ওই মামলা আমলে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন। খালেদাকে ৩ মার্চ আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এরপর খালেদা সময় চাইলে হাজিরার জন্য ১০ এপ্রিল নতুন দিন ঠিক করে দেন বিচারক।খালেদা জিয়ার আত্মসমর্পণের দিন থাকায় বিএনপি নেতাকর্মী ও বিএনপি সমর্থক আইনজীবীরা সকাল থেকেই আদালত চত্বরে ভিড় করতে থাকেন। বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকা ও আশপাশের রাস্তায় নেওয়া হয় বিপুল নিরাপত্তা। কোতয়ালি থানার ওসি আবুল হোসেন বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সব ধররনের নিরাপত্তা নেওয়া হয়েছে। ৮০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।সকালে আদালতের ফটকের সামনে একটি জল কামান এনে রাখা হয়। কাছেই দেখা যায় একটি পুলিশ ভ্যান।খালেদা জিয়ার আদালতে প্রবেশের সময় নেতা-কর্মী ও আইনজীবীদের ভিড়ে জটলার সৃষ্টি হয়। তিনি বের হওয়ার সময়ও একই চিত্র দেখা যায়। শুনানি চলার সময় আদালত সংলগ্ন জনসন রোডের এক পাশে বিএনপি, ছাত্রদল ও যুবদল কর্মীরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে মিছিল করতে থাকলে রাস্তার ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।তবে সেখানে কোনো গোলযোগ ঘটেনি বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান।

বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here