বাধা ঠেলেই কারওয়ান বাজারে উচ্ছেদ

0
0

বাধা ঠেলেই কারওয়ান বাজারে উচ্ছেদ

রাজধানীর কারওয়ানবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।মঙ্গলবার বেলা ১১ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবৈধ স্থাপনাসহ কাঁচামালের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উচ্ছেদের সময় ব্যবসায়ী ও দোকানদারদের বাধার মুখে পড়ে রাজউক। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ওই এলাকায় উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।শেষ হয় বেলা আড়াইটার দিকে।অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ওয়াজিউর রহমান।এ সময় ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসে উচ্ছেদে বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেছেন উচ্ছেদের আগে সিটি করপোরেশন থেকে তাদের কোন নোটিশ দেয়া হয়নি। বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।উচ্ছেদের ব্যাপারে সিটি করপোরেশন জানায়, মহাখালীতে ওই সকল ব্যবসায়ীদের জন্য একটি কাঁচা বাজার নির্মাণ করা হয়েছে। সেখানে চলে যাওয়ার জন্য তাদের গত ছয় মাস ধরে তাগাদা দেয়া হলেও তারা যাননি। তাই বাধ্য হয়েই সিটি করপোরেশনকে এ ব্যবস্থা নিতে হচ্ছে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘অবৈধ উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এমন অভিযান আমরা নিয়মিতই করে থাকি।ম্যাজিস্ট্রেট অলিউর রহমানের নেতৃত্বে অভিযানে সহায়তা করে তেজগাঁও থানার পুলিশ। এ ব্যাপারে অলিউর রহমান বলেন, আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি।’ তিনি জানান, কাওরান বাজারের ৩৫, ৪২ ও ৪৪ নম্বর প্লটের স্থাপনাগুলো অবৈধ।

সরেজমিনে দেখা গেছে, পশ্চিম ওয়াসা ভবনের পূর্ব পাশের রাস্তার ৩০০ থেকে ৪০০অবৈধ স্থাপনা ভেঙে ফেলে রাজউক। উচ্ছেদ চলাকালে সময় কিছু আড়তদার ব্যবসায়ীকে তাঁদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলার আগেই কাঁচামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে শতাধিক কাঁচামাল আড়তদার ব্যবসায়ী অভিযানের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ করতে থাকেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে একজন বিদ্যুৎ-সংযোগের তার কেটে দিতে গেলে তাঁকে ভয়ভীতি দেখান ব্যবসায়ীরা। বুলডোজারচালকের ওপর হামলা চালিয়ে সামান্য আহত করা হয়। উচ্ছেদের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২টি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় তাঁরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়েন।কারওয়ান বাজারের হাবীব ট্রেডার্সের মালিক নুরুল ইসলাম বলেন, ‘আড়তে আমাদের কোটি টাকার মালামাল আছে। রাজউক কোনো আগাম নির্দেশনা ছাড়া হঠাৎ এসে দোকানগুলো ভেঙে ফেলছে। এত টাকার লোকসান হলে আমরা পথে বসব।

নোটিশ না দিয়ে উচ্ছেদের বিষয়ে ম্যাজিস্ট্রেটর অলিউর রহমান বলেন, এই উচ্ছেদ অভিযান মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। তাই আগাম নির্দেশনার প্রয়োজন নেই। জমির মালিকানা ঠিক থাকলেই ইচ্ছেমতো স্থাপনা ওঠানো যায় না। এর জন্য রাজউকের অনুমতি নিতে হয়। আমি চাইলেই পথের ওপর একটা পাঁচতলা বিল্ডিং তুলে ফেলতে পারি না। বিল্ডিং অবৈধ বলে উচ্ছেদ করা হলে এটি তৈরিতে যে খরচ হয়, তার সম্পূর্ণ লোকসানকে আমি বৈধ বলে দাবি করতে পারি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here