বুধবার পাবনায় শুরু হতে যাচ্ছে পাঁচদিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। এদিন সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিনের কেক কাটা ও র্যালীর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। এরপর সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান, আলোচনা সভা ও সুচিত্রা অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মো: মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহসম্পাদক কামাল সিদ্দিকী, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, কোষাধ্যক্ষ নরেশ মধু, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক আব্দুল মতীন খান, আহমেদ উল হক রানা, উৎপল মির্জা, মুরশাদ সুবহানী, শহিদুর রহমান শহিদ, সৈকত আফরোজ আসাদ, রিজভী রাইসুল ইসলাম জয় প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসব উদ্বোধন করবেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স। প্রথমদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার আলমগীর কবির, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, যুগ্ম মহাসচিব এস এ হক অলিক। সম্মানিত অতিথি থাকবেন, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, অভিনেতা নিরব, অভিনেত্রী তানহা।