পটুয়াখালী জনতা ব্যাংক প্রধান শাখায় একটি হিসাবে অস্বাভাবিক লেনদেন

0
0

পটুয়াখালী জনতা ব্যাংক প্রধান শাখায় একটি হিসাবে অস্বাভাবিক লেনদেন

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় জনতা ব্যাংক লিমিটেড প্রধান শাখায় একটি হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সোহাগ ফকির নামে এক ব্যাক্তির ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি টাকারও বেশী লেনদেনে হলেও গ্রাহক তা জানেন না। বিষয়টি সফটওয়ারের ত্রুটি বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ ।তবে এ নিয়ে এখন ব্যাংক পাড়ায় তোলপাড় চলছে।ব্যংক কর্তৃপক্ষ জানায়,গ্রাহক সোহাগ ফকিরের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া গ্রামে। তিনি পেশায় অটোরিকশা চালক। ২০১৫ সালের ২৩ জুন সোহাগ ফকির পটুয়াখালীর জনতা ব্যাংক লিমিটেড এর প্রধান শাখায় এক হাজার টাকা জমা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। যার সঞ্চয়ী হিসাব নম্বর- ০১০০০০১৮৭২০০০৫। এসময় তিনি ওই হিসেবে বীমা কোম্পানির তিন হাজার ৫২০ টাকার একটি চেকও জমা দেন। ১৩ জুলাই সোহাগ তার ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে তিন হাজার ৫২০ টাকা উত্তোলন করেন।

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জনতা ব্যাংক বাঘাবাড়ী ঘাট শাখা থেকে পটুয়াখালী প্রধান শাখার সোহাগ ফকিরের সঞ্চয়ী হিসাবে একশ টাকা জমা করা হয়। কিন্তু সোহাগের ব্যাংক হিসাব বিবরনীতে আমানত দেখা যায় ১০ হাজর ৪২ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৮৭ টাকা ৮৩ পয়সা। যা শুধু অস্বাভাবিকই নয় সন্দেহজনকও। ব্যাংকের পটুয়াখালী প্রধান শাখার ব্যবস্থাপক ফরিদ আহম্মদ বলেন, এ রকম ভৌতিক ও সন্দেহজনক আমানত দেখে তাৎক্ষনিক বিষয়টি টেলিফোনোর মাধ্যমে আইসিটি ডিপার্টমেন্ট (অপারেশন) হেল্পডেক্স-এ অবহিত করা হয়।

বাঘাবাড়ী ঘাট শাখা ব্যবস্থাপকের সাথে টেলিফোনে যোগাযোগ করলে ওই শাখা ব্যবস্থাপক তাদের জানান, ভুলবশতঃ উক্ত লেনদেন হয়েছে যা আইসিটি ডিপার্টমেন্ট (অপারেশন)-এর সাথে আলোচনা সাপেক্ষে সংশোধনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঐ সঞ্চয়ী হিসাবের সামগ্রিক লেনদেন যাচাই করে দেখা গেছে, বিভিন্ন তারিখে বিভিন্ন শাখা থেকে উক্ত হিসাবে বিভিন্ন পরিমান টাকা জমা হয়েছে এবং ফেরত গেছে। তিনি আরো জানান, গ্রাহক সোহাগ ফকিরকে ডেকে এনে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। সে এধরনের কোন লেনদেন করেননি, এমনকি কাউকে তার ব্যাংক হিসাব নম্বর দেননি বলেও সোহাগ জানিয়েছেন। এব্যাপারে এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র সরকার জানান, অনলাইন ট্রান্সফারে সফটওয়ার ত্রুটির কারনে এই অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। তবে এ ঘটনা ধরা পরার সাথে সাথে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ করেছেন। ২৪ ফেব্রুয়ারি জনতা ব্যাংক লিমিটেড উপ-মহাব্যবস্থাপক আইসিটি ডিপার্টমেন্ট (অপারেশন) বরাবরে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। এছাড়াও ওই হিসাবের সকল প্রকার লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here