মোবাইল ফোনে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিনব কৌশল

0
0

মোবাইল ফোনে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিনব কৌশল

অভিনব প্রতারণার কৌশলে মোবাইল ফোনের কল ডাইভার্ট করে পুলিশের কর্মকর্তা সহ বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে প্রতরণা করে টাকা হাতিয়ে নেয়ায় একটি প্রতারক চক্রের ৪ সদস্য আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। তাদের নিকট থেকে নগদ ১৬ হাজার ৮শ’ টাকা , বিকাশের বই ও ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়। শনিবার রাতে পিবিআই’র স্পেশাল ইনভেস্টিগেশন এন্ড অপারেশন ইউনিটের একটি টিম ব্রাম্মনবাড়িয়া থেকে প্রতারক চক্রের সদস্যদের আটক করে।এরা হলো- ব্রাম্মনবাড়িয়ার জাকির হোসেন(২১),মোঃ মুসা মিয়া (২২),মোঃ ইলিয়াস(৩১) ও বিকাশ এজেন্ট রবিউজ্জামান(৩৩)।

বগুড়া পিবিআই জানায়, ওই প্রতারক চক্র নিজদের কখন ওসি আবার কখনো পুলিশ সুপারের পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির পরিবারের সদস্যদের মোবাইলে ফোনে কথা বলতো। নিজদের ভূয়া পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির পরিবারের সদস্যদের জানায়, পরিবারের কোন সদস্য দুর্ঘটনা বা অন্য কোন কারনে অসুস্থ্য হয়ে হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে টাকা পাঠান প্রয়োজন। এ জন্য প্রতারকরা বিকাশ এজেন্টকে ব্যবহার করে আসছিলো। গত ২৬ মার্চ জাহাঙ্গীর হোসেন নামে বগুড়ার এক আইনজীবীর মোবাইল ফোনে ওসি হিসাবে নিজের পরিচয় দিয়ে প্রতারকচক্রের এক সদস্য জানায়, আইনজীবীর ছেলে কক্সবাজার হাসপাতালে রয়েছে। ছেলের চিকিৎসার জন্য আইনজীবীর নিকট থেকে ২০ হাজার ৪শ’ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া হয়। ওই আইনজীবীর ছেলে একজন পুলিশ অফিসার বলে পুলিশ সুত্র জানায়। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারায় আইনজী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পিবিআই হেডকোর্য়াটারের একটি টিম মামলাটি তদন্ত শুরু করলে অভিনব কায়দায় প্রতারণার কৌশলটি বেরিয়ে আসে। সুত্র জানায়, প্রতারক চক্র টার্গেট ব্যক্তির মোবাইলে কল করে অপরেটর প্রতিষ্ঠানের পরিচয় দেয় এবং নতুন প্যাকেজ, সুবিধা বা ফোন নম্বর আপডেট করার কথা বলে মোবাইল কি প্যানেলের কিছু সংখ্যা চাপতে বলে। এতে ফোন নম্বরটি কল ডাইভার্ট হয়ে প্রতারক চক্রের নম্বরে চলে যায়। আর এর ফলে পরিবার থেকে ফোন করা হলে তা চলে যায় প্রতারকের কাছে। প্রতারক চক্রের সদস্যরা পরিবারের সদস্যদের কাছে প্রতারণার ফাঁদ পেতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। পুলিশ সুত্র জানায়, কল ডাইভার্ট হয়ে প্রতারক চক্রের কাছে চলে যাওয়ার পর ভুক্তভোগীরা আর বুঝতে পারেন না সেটি প্রতারক চক্রের কেউ। কারন যার কাছে পরিবারের পক্ষ থেকে ফোন করা হচ্ছে সে ওই ব্যক্তির নাম উল্লেখ করে নিজদের পুলিশের পরিচয় দিয়ে বলছে আপনার লোক গুরুতর অসুস্থ্য হয়ে হাসপতালে রয়েছে। চিকিৎসার জন্য এখনই টাকা পাঠান। এভাবে অভিনব কায়দায় প্রতারক চক্রটি দেশের বিভিন্ন জেলার ব্যক্তিদের প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিল। আটককৃতরা পিবিআই তদন্তকারীর নিকট এপর্যন্ত বগুড়া, কুমিল্লা, নরসিংদি সিলেট সহ কয়েকটি জেলার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। পিবিআই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন জানিয়েছেন,মোবাইল ফোনে এধরনের প্রতারণার বিষয়ে সকলকে সর্তক থাকা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here