নির্বাচন বাতিল ও ইসির পদত্যাগ চায় বিএনপি

0
0

বিজয় দিবসে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি

দুই ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও নিহতের ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) দায়ী করে ওই নির্বাচন বাতিল ও কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ইউপি নির্বাচনে ভোট ডাকাতি ও সন্ত্রাসীদের তাণ্ডব চলেছে। ৭১২টি ইউনিয়নে পুলিশ, নির্বাচনী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীরা ভোট ডাকাতির এ তাণ্ডব চালায়।নির্বাচনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৪২ জন নিহত হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।বিএনপি পরবর্তী ধাপগুলোর ইউপি নির্বাচন বর্জন করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির থাকা না থাকা নিয়ে আজ রাতে নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বেগম খালেদা জিয়া। আলোচনার পর এ বিষয়ে জানানো যাবে।তিনি বলেন, আজ্ঞাবহ এই কমিশনের অধীনে সকল নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমি বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভোট ডাকাতির এই নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবারও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।

এবারের নির্বাচনের পরবর্তী ধাপগুলো বিএনপি বর্জন করবে কি না- শিগগিরই দলের নীতি নির্ধারকরা বসে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।রিজভী বলেন, ইউপি নির্বাচন নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার ছত্রছায়ায় সরকারি দলের গুণ্ডারা মানুষ হত্যা করে, বিএনপির প্রার্থী ও সমর্থকদের গুলি করে, হামলা করে, ভোটারদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে দেশজুড়ে যে পৈশাচিক তাণ্ডবলীলা চালাচ্ছে, এর সবকিছুর জন্য নির্বাচন কমিশনই দায়ী।

গতবছর শেষ ভাগে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ভোট ঘিরে গোলযোগ ও সহিংসতায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। দুই ধাপ মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা যেখানে ৯৮৪ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেখানে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন ১০৮ ইউপিতে। ভোটের দিন কেন্দ্র দখল করে বাক্স বোঝাই করাসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন বিএনপি এরইমধ্যে বলেছেন, দলীয় প্রতীক ধানের শীষের মর্যাদা বাঁচাতে এই নির্বাচন বর্জন করা উচিৎ। অবশ্য আওয়ামী লীগ নেতারা ভোট বর্জনের হুমকিকে ব্যর্থতার লজ্জায় সরে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।সংবাদ সম্মেলনে রিজভী বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিএনপি বার বার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে। অনেক জায়গায় তাদের প্রার্থীদের মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হয়নি। জোর করে, হামলা করে, অস্ত্রের মুখে প্রার্থীদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। এমনকি ঠুনকো অজুহাতে ইসি বহু জায়গায় আমাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে।

দুই ধাপের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় সিল মেরে ভোট ডাকাতির পাশাপাশি কোথাও কোথাও আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার ‘অসংখ্য অভিযোগ পাওয়ার কথা বলেছেন এই বিএনপি নেতা।

নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের ভোট সন্ত্রাসের সহযোগিতাকারী হিসেবে ইসি এখন একটি নিথর নিস্ক্রিয় প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় দেশের নির্বাচনী ব্যবস্থা অভিভাবকহীন হয়ে গেছে।… শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, দেশের সুশীল সমাজও এই নির্বাচন কমিশনকে সরে যেতে বলেছে। কিন্তু তারা তাদের লজ্জার ভূষণ জাদুঘরে জমা দিয়ে দিয়েছেন।বিএনপি হারের লজ্জা ঢাকতে ভোট বর্জন করতে যাচ্ছে- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুহুল কবির রিজভী দুই দফা ভোটে সহিংসতার বিভিন্ন আলোকচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।তিনি বলেন, যারা মানুষের জীবন নিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করে, যারা রক্তপাত ঘটিয়ে হোলির উৎসবের ন্যায় খেলা করে, যারা মানুষের লাশের পাহাড় ডিঙিয়ে অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে চায়। তারা তো সহিংস রক্তপাত আর হত্যা নিয়ে নিষ্ঠুর রসিকতা করতেই পারে।রিজভীর ভাষায়, এরা একদিকে নিষ্ঠুর রসিক, অন্যদিকে মুর্খ, দাম্ভিক, দর্পি অবিমৃষ্যকারী।

অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, আবুল খায়ের ভুঁইয়া, কাজী আবুল বাশার, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here