দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে পেতে চায় বিসিসিআই

0
0

দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে পেতে চায় বিসিসিআই

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে নিয়োগ দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছেÑ শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষনের সমন্বয়ে গঠিত বিসিসিআইর পরামর্শক কমিটি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তাদের সাবেক সতীর্থ দ্রাবিড়কে দেখতে চায়।

দ্রাবিড় প্রায় এক বছর যাবত ভারত এ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত। অবশ্য ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়ে রানার্স আপ হতে হয় ভারতীয় যুবাদের।প্রকাশিক রিপোর্টে বলা হয়. বিসিসিআই চাচ্ছে দেশী কেহ কোচের দায়িত্ব গ্রহণ করুক। বিশেষ করে যিনি টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের পরিচালনা করতে পারে। বিষয়টি ভেবে দেখার জন্য রাহুল সময় নিয়েছেন বলে সূত্র দাবি করেছে।একটি সুত্র জানায়, ‘রাহুল বলেছেন বিষয়টি তিনি ভেবে দেখবেন।প্রকাশিত রিপোর্টে আরো বলা হয়েছে, দ্রাবিড় চ্যালেঞ্জ নিতে রাজি হলে তাকে পূর্ণ স্বাধীনতা এবং দীর্ঘ মেয়াদে এমনকি ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হতে পারে।

ভারতীয় দলের আইসিসি টি-২০ বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টিম ডিরেক্টও রবি শাস্ত্রির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে প্রধান কোচ হিসেবে নয়, আবারো টিম ডিরেক্টর হিসেবে শাস্ত্রি থাকবেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।প্রধান কোচ নিয়োগের বিষয়ে আলোচনা করতে ৫ এপ্রিল পরামর্শক কমিটি বৈঠকে বসবে।

ভারতীয় দলের সর্বশেষ কোচ ছিলেন জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার।২০১৫ বিশ্বকাপের পর তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।দ্রাবিড় বর্তমানে আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।চলতি বছরের জুন থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ভারতীয় দলের ১৮টি টেস্ট ম্যাচ খেলার সূচি রয়েছে এবং দ্রাবিড়ের অভিজ্ঞতা দলের জন্য ইতাবাচক হবে বলে ধারণা করা হচ্ছে।ভারতের হয়ে ১৬৪ টেস্ট এবং ৩৪৪ ওয়ানডে খেলা দ্রাবিড়কে জাতীয় দল পরিচালনার সেরা ব্যক্তি হিসেবে গন্য করা হচ্ছে।তবে বিসিসিআই এর আগে অস্ট্রেলিয়ার মাইকেল হাসির সঙ্গে যোগাযোগ করেছিল । কিন্তু তিনি রাজি হননি।সহকারী কোচ সঞ্জয় বাগনার, বোলিং কোচ ভরত অরুন এবং ফিল্ডিং আর শ্রীধরের চুক্তি অব্যাহত রাখতে পারে বিসিসিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here