তারকাশূন্য এফডিসিতে নায়করাজের ক্ষোভ

0
0

তারকাশূন্য এফডিসিতে নায়করাজের ক্ষোভ

জাতীয় চলচ্চিত্র দিবস আজ। দিবসটি উদযাপনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরশন(বিএফডিসি)। দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী আয়োজন শুরু হয় সকাল ১০টায়। আয়োজনে চলচ্চিত্র অঙ্গনের হালের কোন উল্লেখযোগ্য তারকাকেই দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উদ্বোধনী আয়োজনে উপস্থিত চলচ্চিত্রসংশ্লিষ্টরা। নায়করাজ রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নায়ক রাজ রাজ্জাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চলচ্চিত্র দিবস উপহার দিয়েছেন। কিন্তু কি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা চলচ্চিত্র বানাচ্ছি কিনা!সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বক্তব্য টেনে নায়ক রাজ আরো বলেন, পূর্ব পাকিস্তান আমলে হিন্দি উর্দু সহ হলিউডের ছবির সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের চলচ্চিত্র নির্মাণ করতে হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের চলচ্চিত্র কোথায় গেছে? না খেয়ে কষ্ট করে আমরা যে চলচ্চিত্র সৃষ্টি করেছিলাম তা আজকে কোথায়?হতাশা ব্যক্ত করে নায়করাজ আরো বলেন, আমাদের চলচ্চিত্রের বর্তমান এই বেহাল দশার কারণ হচ্ছে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। খুব দুঃখ লাগে কোথায় তথাকথিত সুপারস্টাররা? আজকের দিনে কাউকে এখনে দেখছি না।

অনুষ্ঠানে উপস্থিত তথমন্ত্রী হাসানুল হক ইনু তার বক্তব্যে চলচ্চিত্রের উন্নয়নে সরকারের নানা দিক তুলে ধরে বলেন, এক বছর আগে আজকের এই দিনে বলেছিলাম এফডিসির আধুনিকায়নের সব কাজ সম্পন্ন করবো। ইতোমধ্যেই সাইন্ড, কালার মিক্সিং, ল্যাবসহ বেশকিছু কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দু’এক মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করছি।চলচ্চিত্র ইনস্টিটিউট প্রসঙ্গে তিনি বলেন, এই ইনস্টিটিউটের জন্য ইওতোমধ্যেই জমি নির্ধারন করা হয়েছে। শিগগির নিজস্ব ভবনের কাজও শুরু হবে।কবিরপুর ফিল্ম সিটি প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরো বলেন, ফিল্ম সিটি নির্মাণের জন্য কবিরপুরে ১০৭ একর জায়গা বরাদ্দ রয়েছে। এর নাম হবে বঙ্গবন্ধু ফিল্ম সিটি। ইতোমধ্যেই এর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ৬ মাসের এখানে শুটিং করার মত পরিবেশ তৈরি করা হবে।সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমাদের চলচ্চিত্রের ইতিহাস দীর্ঘদিনের। সেই ৫৭ সালে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদে বিল উত্থাপনের মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু করেছিল।

স্মৃতিচারণ করে মন্ত্রী আর বলেন, আমি তখন তরুণ, পূর্ব পাকিস্তানে তখন ভারত-পাকিস্তান এমনকি হলিউডের ছবিও চলত। সেই প্রতিযোগিতার মধ্যে আমাদের দেশের কলাকুশলী ও নির্মাতারা অসীম সাহসের সঙ্গে কাজ করেছে। কিন্তু মাঝে আমরা কিছুদিন হতাশার মধ্যে পড়ে। তিনি আরো বলেন, আমরা এখন আবারো হতাশা কাটিয়ে উঠতে শুরু করেছি। ডিজিটাল ছবির কল্যাণে বাংলা চলচ্চিত্র আবারো ঘুরে দাঁড়াবে।এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, আমাদের সৌভাগ্য বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান তৎকালীন প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র বিল উত্থাপন করেছিলেন। তিনি আর বলেন, নবীন-প্রবীণের মেলবন্ধনে চলচ্চিত্রের সোনালী দিন ফিরবে।

তথ্য সচিব মরতুজা আহমেদ বলেন, আমাদের জীবনে এটি উল্লেখ্যযোগ্য ঘটনা যে বিশ্বের আর কোথাও জাতীয় চলচ্চিত্র দিবস নেই। চলচ্চিত্র ডিজিটাল লাইজেশন প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রে ডিজিটাল প্রকল্প এবারই সম্পূর্ণ রূপ লাভ করতে যাচ্ছে। এটি আমাদের চলচ্চিত্রে সুফল বয়ে আনবে।উদ্বোধন শেষে অতিথিরা অংশ নেন শোভাযাত্রায়। এ সময় যুক্ত হন অভিনেতা-নৃত্যশিল্পী জাভেদ। দিনব্যাপী কর্মসূচিতে আরও থাকছে সেমিনার, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

Image Courtesy : Banglamail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here