তনু হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ

0
0

????????????????????????????????????

তনু হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মানব বন্ধন ও সমাবেশ করেছে। গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এসময় অনুষ্ঠিত সমাবেশে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, সরকারি ভিক্টোরিয়া কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোহাগী জাহান তনুর পৈশাচিক হত্যাকা-ে আমরা গভীরভাবে শোকাভিভূত। আমরা এই বর্বরোচিত হত্যাকা-ের তীব্র প্রতিবাদ জানাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তিবিধানের দাবী জানাচ্ছি। এ ধরনের নৃশংস হত্যাকা-ের যাতে পূনারাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর আইন পাস করে তার প্রয়োগ আবশ্যক।

মানববন্ধনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজী (আইইউটি)’র উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ, ডিন, রেজিস্ট্রার, শিক্ষকসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here