কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাসেলস বিমানবন্দর পুনরায় চালু

0
0

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাসেলস বিমানবন্দর পুনরায় চালু

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার ব্রাসেলস বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিন বিমানবন্দর থেকে তিনটি প্রতীকী’ ফ্লাইট ছেড়ে যায়। কড়া নিরাপত্তার কারণে যাত্রীদের কঠোরভাবে তল্লাশী করা হয়।

গত ২২ মার্চ বিমানবন্দরের বহির্গমন হলে ইসলামপন্থী জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর আত্মঘাতী বোমা হামলার পর এটি বন্ধ করে দেয়া হয়।জিহাদিরা দেশটির রাজধানীর একটি পাতাল রেলেও হামলা চালায়। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় মোট ৩২ জনের প্রাণহানি ঘটে।ইউরোপের প্রাণকেন্দ্রে এই হামলায় গোটা দেশ হতবাক হয়ে পড়ে। ব্রাসেলস বিমানবন্দরের প্রধান নির্বাহী আর্নাউড ফিস্ট শনিবার বলেন, ফারো, এথেন্স ও তুরিনগামী তিনটি ‘প্রতীকী যাত্রীবাহী ফ্লাইট’ এর সঙ্গে বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় যাত্রীসেবা চালু করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here