ভিয়েতনামের আইনপ্রণেতারা শনিবার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য শীর্ষ পুলিশ জেনারেলকে অনুমোদন করেছেন। এর মধ্যদিয়ে দেশের বিতর্কিত একটি নিরাপত্তা বাহিনীর প্রধানকে প্রেসিডেন্টের পদে বসানো হলো। শনিবার সকালে ভিয়েতনামের রাবার স্ট্যাম্প পার্লামেন্টে ভোটাভুটি চলাকালে ত্রান দাই কুয়াং ৯১.৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। গত জানুয়ারি মাসে কমিউনিষ্ট পার্টির কংগ্রেস চলাকালে বহুলাংশে আনুষ্ঠানিক ভ’মিকা পালনের জন্য দলের কর্মকর্তারা তাকে মনোনীত করেন। পার্লামেন্টে এক মিডিয়া কর্মকর্তা জানান, শপথ গ্রহণের সময় কুয়াং বলেন, ‘আমাকে নির্বাচিত করায় জাতীয় পরিষদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’