সাতক্ষীরায় সন্ত্রাসীর হাতে বিএনপি কর্মী খুন

0
40
01011সাতক্ষীরায় আওয়ামী লীগ কর্মীর কুড়ালের কোপে মোসলেম আলী নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।আহতরা হলেন, জসিম, আবদুল্লাহ, নাজিম, ইদ্রিস সানা, তার স্ত্রী হোসনে আরা, গোলাম সারওয়ারের স্ত্রী মঞ্জুয়ারা ও  ইব্রাহীম।
বৃহস্পতিবার মধ্যরাতে কলারোয়ার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, নিহত মোসলেম আলি সদ্য সমাপ্ত দেয়াড়া ইউপি নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম হোসেনের পক্ষে প্রচার কাজ চালান। অপরদিকে তার ভাতিজা গোলাম সারওয়ার বিজয়ী আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহবুবুর রহমান মোফের সমর্থক। তারা জানান,  ভোটে জেতার  পর একে অন্যকে দেখিয়ে দেবেন  বলে শাসিয়েছিলেন।
পুলিশের দাবি, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে শুকনো পাতা পোড়ানো নিয়ে দুই পরিবারের নারীদের মধ্যে ঝগড়া হয়।
রাতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ফিরে এলে ফের বিরোধ বাঁধে। এ সময় দুই পরিবারের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে  ভাতিজা গোলাম সারওয়ার তার চাচা মোসলেম আলিকে  প্রথমে মোটা লাঠি ও পরে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
 কলারোয়া থানার খোর্দ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, নিহত  মোসলেম সানার  বিপক্ষে ছিলেন তার অপর দুইভাই ইদ্রিস সানা ও গোলাম মোস্তফা। বিরোধে জড়িয়ে পড়েন  দুই বাড়ির সব নারী পুরুষ। পুলিশ আহত মোসলেমকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে  নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here