দ্বিতীয় ধাপের ভোটে কিছু ইউনিয়ন পরিষদের অনিয়ম-সহিংসতায় সামগ্রিক সফলতাকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তবে তিনি এও বলেছেন, প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের ভোট একটু ভালো হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় ইসির মিডিয়া সেন্টারে ভোট শেষে প্রতিক্রিয়ায় এ কথা জানান সিইসি।
কাজী রকিব বলেন, প্রথম ধাপের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। কিছু ব্যবস্থা গৃহীত হওয়ায় প্রথম ধাপের তুলনায় এবার একটু ভালো হয়েছে। তবে কয়েকটি ইউপিতে কিছু ঘটনা সামিগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে।
দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপিতে ভোট হয়। ভোটের সময় ও পরবর্তীতে অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে। অনিয়মের কারণে ৩৩টি ভোটকেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান সিইসি।
কেরানীগঞ্জে এক শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি ভোলায় এক সাংবাদিক গুলিবিদ্ধের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
অনিয়ম সহিংসতা রোধে ইসির অবস্থানের কথা তুলে ধরে কাজী রকিব বলেন, আমরা প্রতিটি বিষয় নিবিড় পর্যবেক্ষণ করেছি। যেখানে অনিয়ম হয়েছে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে আরো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হবে আশা করি।
বিএনপির ভোট বর্জনের হুমকির বিষয়ে সিইসি জানান, দলটির অনেক দাবিকে তারা আমলে এনেছেন। পরবর্তী ধাপে আরো ভালো নির্বাচনের আশাও করেন তিনি।
সিইসিকে নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল তাদের অভিমত দেবে। যে কোনো প্রার্থী, দল তাদের মনোভাব প্রকাশ করবে। আমরা তাদের আশ্বস্ত করেছি-অনিম হলে ব্যবস্থা নেব।
দ্বিতীয় ধাপের পর আরো চার ধাপে ভোট রয়েছে ইউপির। পরবর্তীতে পরিস্থিতির উন্নতির পাশাপাশি ভোটার উপস্থিতিও বাড়বে বলে মনে করেন সিইসি।
তিনি বলেন, আমরা গুণগত মান বাড়াতে চাই, আরো বাড়বে সামনে; অনিয়মকে ছাড় দেব না। এ ধাপে ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটারের লাইন ছিল দীর্ঘ। আগামীতেও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা হবে।
ভোটের সময় দুষ্কৃতিকারীরা তাদের কৌশলও পাল্টে ফেলেছে বলে ধারণা করেন সিইসি। এ কৌশলকে আটকাতে নিজের নজরদারির দৃষ্টিভঙ্গি তুলে ধরে কাজী রকিব বলেন, তারা স্ট্রাটেজি চেঞ্জ করে ফেলেছে। আগে-পরে না করে মাঝখানে ঘটনা ঘটাচ্ছে।
ইসির মিডিয়া সেন্টারে সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্মসচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।
ভোটগ্রহনে অনিয়মের বিক্ষিপ্ত চিত্র ইসিতে: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, ভোটকেন্দ্রে হামলাসহ নানান অনিয়মের বিক্ষিপ্ত খবর দিনভর নির্বাচন কমিশনে পৌঁছেছে। এতে ভোটগ্রহনের বাঁধা, কেন্দ্রে বোমা হামলা চালিয়ে মানুষের প্রাণহানি, নির্বাচন কর্মকর্তাদের সহায়তায় জালভোটসহ নানান অনিয়মের চিত্র উঠে আসে।
সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার ভোটগ্রহণ মনিটরিং করেছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে নির্দিষ্ট সময় পর পর প্রতিবেদন কমিশনে জমা দিয়েছেন তারা। তবে বেশিরভাগ প্রতিবেদনে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে বলে দাবি করেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
নির্বাচন পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে দেখা গেছে, দুপুর ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে চেয়ারম্যান পদে ১০০ শতাংশ সীলমারা হয়েছে। ওই ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছেন। রামপুর ইউনিয়ন পরিষদের পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের কারনে কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছেন প্রিজাইডিং কর্মকর্তা।
অপর এক প্রতিবেদনে দেখা গেছে, যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউপির ৭নং চুরামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি ভোটকক্ষে একজন পোলিং এজেন্ট একজন সহকারি প্রিজাইডিং অফিসারের পাশে বসে আনুমানিক সকাল সাড়ে ৮টায় ব্যালটে সিল মারছিলেন। বিষয়টি অন্য পোলিং এজেন্টের নজরে এলে তিনি এ বিষয়ে প্রতিবাদ করেন। এর ফলে ওই ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই ভোটকেন্দ্রের ভোটগ্রহণ প্রাথমিকভাবে স্থগিত করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু প্রতিকূল হওয়ায় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। ওই পোলিং এজেন্ট ও সহকারি প্রিজাইডিং অফিসারকে পুলিশে দেয়া হয়েছে। একই উপজেলার কাশিমপুর ইউপির ২নং ওয়ার্ডের বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত কিছু লোক প্রবেশ করে ব্যালটে সিল মেরে বাক্সে ভরে রাখে। এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কেন্দ্রেটির ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
চাচড়া ইউপির ৯ ও ১০নং চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোটর সাইকেল যোগে কিছু দুস্কৃতকারী ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে বোমা ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওই হামলায় দুইজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন। বেলা আড়াইটা পর্যন্ত কুমিল্লার বড়ুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসিকে জানিয়েছেন, চিতড্ডা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মুকুন্দুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন কর্মকর্তাকে শারিরিকভাবে লাঞ্চিত করে নির্বাচনী সামগ্রী ও ব্যালট পেপার ছিনতাই করেছে দুস্কৃতকারীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ওই উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজপুর পিএল একাডেমী ও শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চর কাকড়া ইউনিয়নের আমীন মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রের ব্যালট বাক্স ও সীল ছিনতাই হওয়ার কারনে ৫টি কেন্দ্রে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে সীল মারায় প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছেন।
অন্যদিকে দুপুরে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট এখন পর্যন্ত ভালোভাবে চলছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা মনিটরিং করছি। গণমাধ্যম, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে ভোট হচ্ছে।
তিনি আরো জানান, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আবু হাফিজ বলেন, যেখানে কোনো অনিয়মের তথ্য আসছে তা খতিয়ে দেখা হচ্ছে; সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন ভালোভাবে ভোট হচ্ছে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো অভিযোগ থাকলে জানান, আমরা ব্যবস্থা নেব।
তিনি জানান, কেন্দ্রের বাইরে কোনো অঘটন ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, বুধবার দেশের ৬৩৯ ইউপিতে ভোটগ্রহণ করা হয়। এর আগে ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপির নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে। প্রথমধাপের তফসিল ঘোষণা থেকে ভোটকে কেন্দ্র করে গত দেড় মাসে এ পর্যন্ত ৩০ জন লোক নিহত হয়েছে। প্রথমধাপে আগে-পরে অন্তত ২৪ জন মারা গেলেও দ্বিতীয় ধাপে ভোটের সময়ই ছয় জন মারা গেছে।