বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে ৪৬ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দিয়েছে ফিলিপাইনের সিনেট কমিটি। বাংলাদেশি টাকায় যার মূল্য ৩৬ কোটি ১৬ লাখ ৪২ হাজার টাকা।মঙ্গলবার সিনেট কমিটির শুনানি শেষে ব্যবসায়ী কিম অং-কে এই টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়।
শুনানিতে রিজার্ভ চুরির ঘটনায় কিম অং দুই বিদেশিকে দায়ী করেন চীনা ব্যবসায়ী কিম অং। তবে সিনেট কমিটির শুনানিতে তাদের নাম উল্লেখ করেননি তিনি। তিনি বলেন, গোপন খামে এ দুই বিদেশির নাম ও পাসপোর্ট সিনেট কমিটির কাছে হস্তান্তর করবেন।
কিম অং নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ভুল তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমি কিছু জানি না। ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফিলিপাইনে আসে। কোথা থেকে এ ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে তাও আমি জানি না।’
এসময় আরসিবিসির জুপিটার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেগুইতোকে দায়ী করে তিনি বলেন, ‘অবৈধ অর্থ আসার সুবিধার্থে আরসিবিসির জুপিটার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেগুইতো ভুল তথ্য দিয়ে এসব অ্যাকাউন্ট খুলেছেন এবং আসার পর অর্থ তুলে নিয়েছেন।’
শুনানিতে মায়া সান্তোস দেগুইতোকেও উপস্থিত থাকতে বলা হলেও অসুস্থতার কথা জানিয়ে উপস্থিত হননি তিনি।