পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ৮/১০ একর এলাকা জুড়ে সৃষ্ট আগুনের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় ওই অগ্নিকা-ের সূত্রপাত হয়।
তিনি জানান, সুন্দরবন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান ও সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ।
তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসেমধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের মোড়েলগঞ্জ স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত ঘটনাস্থল থেকে জানান, সুন্দরবনের ওই এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন যেন আর ছড়াতে না পারে এজন্য ফায়ার লাইন কাটা হয়েছে।
উল্লেখ্য এর আগে পূর্ব সুন্দরবনে ২০০৭ সালে পচা কোরালিয়া ও ডুমুরিয়া এলাকায়, ২০০৬ সালে তেরাবেকায়, ২০০৫ সালে পচাকোরালিয়া, ঘুটাবাড়িয়ার সুতার খাল, তুলাতলায়, ২০০৪ সালে নাংলী ও মান্দারবাড়িয়া এলাকায়, ২০১০ সালের ২০ মার্চ সুন্দবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন উল্টা ট্যাপা এলাকায়,সর্বশেষ ২০১৪ সালের ২১ মে পূর্ব সুন্দরবন বিভাগের চাদঁপাই রেঞ্জের গুলিশাখালী ও আমুরবুনিয়া ফরেষ্ট ক্যাম্পের মাঝামাঝি বাইশেরছিলা এলাকার গহীন অরণ্যে আগুন লেগেছিল। ঘটনার একদিন পর দিন পর ২২ মে সেই আগুন নেভানো হয়। তখন সেখানকার ১০/১৫ একর বন পুড়ে যায়। এ সব অগ্নিকান্ডে কোটি কোটি টাকার বনসম্পদ ভস্মীভূত হয়।