মিশন লিবিয়া প্রবাসীদের সতর্ক থাকার আহবান জানিয়েছে লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ মিশন। আফ্রিকার উত্তরাঞ্চলের এই দেশে সহিংসতার জন্য তাদের সতর্ক থাকতে বলা হয়। বাংলাদেশি দূতাবাস প্রবাসীদের ঘরের বাইরে কম বের হওয়ার অনুরোধ করে এবং রাতে বের না হওয়ারও নির্দেশ দেয়। এছাড়া বের হওয়ার সময় অবশ্যই বৈধ কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব নির্দেশনা দেয়া হয়। সেখানে বলা হয়, ‘সকল বাংলাদেশি প্রবাসীকে নিজেদের বৈধ কাগজ নিয়ে বের হতে বলা হচ্ছে এবং কোনো চেকপোস্টে দেখতে চাইলে সহযোগিতা করতে বলা হচ্ছে। এবং কোনো অবস্থাতেই ভয় পেয়ে বা অন্য কোনো কারণে পালিয়ে যাওয়া যাবে না।’
যে কোনো প্রয়োজনে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের নাম্বার +২১৮-৯১৬৯৯৪২০৭ এ ফোন করতে বলা হয়েছে।
লিবিয়ায় ৪০ হাজার থেকে ৫০ হাজার বাংলাদেশি কাজ বিভিন্ন সেক্টরে কাজ করেন। গত বছরের আগস্ট থেকে সেখানে শ্রমিক পাঠানো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার।