মন্ত্রীরা সংবিধান না মেনে যা ইচ্ছা তাই করছেন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রীরাই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। যার ফলে দেশে আজ আইনের শাসন নেই, মানবাধিকার ভূলুণ্ঠিত।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেন, আদালতের শাস্তি পাওয়ার পরেও যদি দুই মন্ত্রী (কামরুল ইসলাম ও আ ক ম মোজ্জামেল হক) পদত্যাগ না করেন তাহলে সংবিধান ও দেশের ১৬ কোটি মানুষকে অপমানিত করা হবে।
তিনি বলেন, ক্ষমতাসীনরা কখনই মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্বীকার করতে চান না। কারণ তারা বলেন, ৭ মার্চের এক ভাষণে দেশে স্বাধীন হয়েছিল। এতেই প্রমাণিত হয়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অস্বীকার করে।
আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গে তিনি বলেন, হত্যা, গুম ও ধর্ষণসহ সব কিছুর সাথে পুলিশ জড়িত। ফলে পুলিশের অনুকূল্য না থাকলে এদেশে অপরাধ সংঘটিত হতো না।