পুনঃময়নাতদন্তে তনুর লাশ উত্তোলনের আদেশ

0
50
101ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনঃময়নাতদন্ত করতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে।
হত্যাকাণ্ডের ৮ দিন পর মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে সোমবার বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নাব বেগম কবর থেকে তনুর লাশ উত্তোলনের আদেশ দেন। সন্ধ্যায় মুঠো ফোনে আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি একেএম মনজুরুল আলম।
জানা যায়, গত ২০ মার্চ রাতে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার পর লাশ তার সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পর দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথম দিকে মামলাটি তদন্ত করেন কোতোয়ালি মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য গত ২৫ মার্চ রাতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। কিন্তু প্রাথমিক সুরতহাল ও লাশের ময়নাতদন্তে কিছু অসঙ্গতি থাকায় মামলাটি ডিবিতে হস্তান্তরের পর  সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ওসি একেএম মঞ্জুরুল আলম কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ভিকটিম সোহাগী জাহান তনুর মৃতদেহে সৃষ্ট জখম শনাক্ত, মৃতদেহ থেকে ডিএনএ নমুনা-আলামত সংগ্রহ করে বিশেষজ্ঞ দ্ধারা পরীক্ষা ও সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলনের জন্য আদালতে এ আবেদন করলে আদালত লাশ উত্তোলনের অনুমতি দেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির ওসি একেএম মঞ্জুরুল আলম জানান, মামলার রহস্য উদঘাটন ও ঘাতকদের চিহিৃত করার জন্য তনুর লাশ উত্তোলন করা হবে। লাশ কবর থেকে উত্তোলনের পর বিশেষজ্ঞদের মাধ্যমে ডিএনএ পরীক্ষা, সুরতহাল ও পুনরায় ময়নাতদন্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here