তনু হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি নোমানের

0
35
101কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সোমবার বেলা সাড়ে এগারটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
আব্দুল্লাহ আল নোমান বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন অথবা তিনজন  বিচারপতিদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। যারা তদন্ত করে তনু হত্যার প্রকৃত রহস্য বের করবে। তিনি বলেন, দেশে ধর্ষণের কারণে  প্রতিদিন পাচঁ জন নারীর মৃত্যু হচ্ছে। সাগর-রুনীকে হত্যা করা হয়েছে । তার বিচার এখনও হয়নি। এ ধরণের অসংখ্য সাগর-রুনী যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত না , যাদেরকে আমরা চিনি না, জানি না। তারা মধ্য, নিম্নবৃত্ত ঘরের সন্তান। তাদের মৃত্যু হচ্ছে, ধর্ষিত হচ্ছে কিন্তু তাদের খবর আমাদের কাছে নাই।
বিএনপির এই নেতা বলেন, আজকে যদি কোন সামরিক বাহিনীর কোন অফিসারের মেয়ে ধর্ষিত হত, মৃত্যু হত, তাহলে আমরা বিচারের অবস্থা দেখতে পেতোম। কিন্তু তনু ঐধরণের কোন বড় সামরিক বাহিনীর অফিসারের মেয়ে নয়, সেজন্য তনুর মৃত্যুও রহস্যর ঘটনা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা হচ্ছে। আমরা এ মৃত্যুর বিচার চাই।
আয়োজক সংগঠনের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here