তনুর হত্যাকারীদের গ্রেফতারের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার সময়

0
59
101কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতারের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবারের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ‘প্রধানমন্ত্রীর নির্লিপ্ততা’র কারণ জানতে ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে এ ছাত্র সংগঠনটি। একই সঙ্গে আগামী ৪ এপ্রিল সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাড়াও যৌন নিপীড়নবিরোধী নীতিমালা অবিলম্বে পরিবর্তন, আদিবাসী নারী নির্যাতন ও হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস, ঢাকা জেলার সাধারণ সম্পাদক কাজী রিতা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মশিউর সজিব প্রমুখ।
এ সময় জিএম জিলানী আরও বলেন, সমগ্রদেশে আজ অব্যাহতভাবে নারীর উপর যৌন সন্ত্রাস নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু হত্যার ঘটনা আজ প্রাত্যহিক ও যথেচ্ছ ঘটনায় পরিণত হয়েছে। গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে নির্মমভাবে, মধ্যযুগীয় বর্বরতায় পৈশাচিক নির্যাতনের পর রাষ্ট্রের তথাকথিত সর্বাধিক নিরাপদ স্থান ক্যান্টনমেন্টের ভেতর প্রাইভেট পড়ে বাড়ি ফিরবার পথে যৌন নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here