অবশেষে কারামুক্ত আরিফ

0
29

101অবশেষে কারাগার থেকে মুক্ত হলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আরিফের জামিন লাভের কাগজপত্র পৌঁছায়। পরে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে আসা হয় তাকে। বিকেলে কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় গত রবিবার বিস্ফোরক মামলায় হবিগঞ্জ আদালত থেকে জামিন পান আরিফ। এর আগে ২২ মার্চ তিনি উচ্চ আদালত থেকে হত্যা মামলায় জামিন লাভ করেন। তার বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় তিনি কারামুক্তি লাভ করেন।

কারামুক্তি লাভ করলেও গতকাল সোমবার সিলেট ফিরেননি আরিফুল হক চৌধুরী। কারামুক্তির পর তিনি ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হন। তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা হয়। আগামীকাল মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেট ফেরার সিদ্ধান্ত নেবেন আরিফ।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট দেয়া হয় ২০১৪ সালের ২১ ডিসেম্বর। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ওই চার্জশিটে আরিফুল হক চৌধুরীর নাম অর্ন্তভূক্ত করে। ওই মামলায় গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন আরিফ। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আদালত চার্জশিট গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় আরিফকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here