দুই মন্ত্রীকে৫০ হাজার টাকা অর্থদণ্ড

0
0

0101খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড দিয়ে আদালতের মর্যাদা ক্ষুণেœর বিষয়ে সবাইকে সতর্ক থাকার বার্তা  দেয়া হয়েছে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। আজ সকালে প্রধান বিচারপতি  এস কে সিনহার নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বিভাগ দুই মন্ত্রীকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। সাত দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে এক সপ্তাহ কারাগারে কাটাতে হবে মন্ত্রী কামরুল ও মোজাম্মেলকে।
রায় ঘোষণার আগে প্রধান বিচারপতি বলেন, আমরা উচ্চ আদালতের বিচারকরা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেছি। প্রতিবেদনে (দুই মন্ত্রী  যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন, সেই অনুষ্ঠান নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন) অনেকের নাম এসেছে। সবার নামে আমরা  প্রসিডিংস ড্র করিনি। প্রকৃতপক্ষে কনটেম্পট নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাইনি। দুই মন্ত্রীর বিরুদ্ধে কনটেম্পট প্রসিডিংস ড্র করা হয়েছে একটি বার্তা পৌঁছে দেয়ার জন্য।
বার্তা জানতে চাইলে এটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন,আদালতের মর্যাদা কোনভাবেই ক্ষুণœ করা উচিত নয়- এ বিষয়টি যাতে দুই মন্ত্রীর সাজার মধ্য দিয়ে  দেশের মানুষ বুঝতে পারে- সেই বার্তাই আপিল বিভাগ দিতে চেয়েছে। এই সাজার পর দুই মন্ত্রী স্বপদে বহাল থাকতে পারবেন কি না-জানতে চাইলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চান না। সংবিধানেও এ বিষয়ে স্পষ্ট কিছু বলা আছে বলে তার জানা নেই। তাদের মন্ত্রিত্ব থাকার বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here