‘তারেকের বক্তব্য প্রচারে আইনি লড়াইয়ে নামবে বিএনপি’

0
19

0101ইন্টারপোলের তালিকা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ দেয়ায় তার বক্তব্য গণমাধ্যমে প্রচারে আইনি লড়াই চালানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইতিপূর্বেই তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। ইন্টারপোল  থেকে তার নাম বাদ দেয়ায় নতুন করে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, গত ১৪ই মার্চ কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলসের পক্ষ থেকে লন্ডনের স্বনামখ্যাত লিগ্যাল ফার্ম লন্ডনিয়াম সলিসিটর্স ফার্মকে লিখিতভাবে ইন্টারপোলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ফ্রান্সে ইন্টারপোলের হেড কোয়ার্টার্সে কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস এর এক বৈঠকে বলা হয়, তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সকল তথ্য প্রমাণ এবং তারেক রহমানের রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে দেখা যায়, কোনভাবেই তার নাম ইন্টারপোলে তালিকাভুক্ত হতে পারে না। এরপরই ইন্টারপোল জেনারেল সেক্রেটারিয়েট তাদের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেয়া সকল তথ্য মুছে ফেলা হয়েছে বলেও চিঠিতে জানায়। শুধু তাই নয়, ইন্টারপোল বিভিন্ন দেশে অবস্থিত তাদের সকল সার্ভার ও ডাটাবেজ থেকেও এই তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ দলীয় সমর্থক এবং এমপি পদপ্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে দিয়ে পুনঃতদন্ত করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে মামলার আসামি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে পলাতক  দেখিয়ে তার সম্পর্কে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হয়। এরই প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল ২০১৫ সালের এপ্রিল মাসে রেড নোটিশ জারি করে। ইন্টারপোল রেড নোটিশ জারি করার পর এর যৌক্তিকতা নিয়ে তারেক রহমানের পক্ষে লন্ডনিয়াম সলিসিটর্স ইন্টারপোল হেড কোয়ার্টার্সে আপিল করে।
তিনি বলেন,  সেই আপিল গ্রহণ করে ইন্টারপোল তাদের নিজস্ব পদ্ধতিতে তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের সরবরাহ করা তথ্য যাচাই করার পর কোন সত্যতা না পাওয়ায় এবং বিষয়টি তাদের আর্টিকেল ৩ এর ধারায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় রেড নোটিশ প্রত্যাহার করে নিয়েছে। একইসঙ্গে ইন্টারপোল হেড কোয়ার্টার্স তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেয়া সকল তথ্য বাতিল করে দিয়েছে। মির্জা আলমগীর বলেন, আবারও প্রমাণিত হয়েছে তারেক রহমান পলাতক নন। রাজনৈতিকভাবে হেয় করতেই তার নাম ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। সরকার তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। একইসঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা। তিনি বলেন, এর আগেও সরকার দুদকের মাধ্যমে ২০০৯ সালের ২৬শে অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মানি লন্ডারিং মামলা দায়ের করেছিল। ২০১৩ সালের ১৭ই নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন মামলার রায়ে তারেক রহমানকে বেকসুর খাবাস দেন।  কিন্তু সরকার সেই রায়কে  মেনে না নিয়ে, বরং ওই বিচারকের বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করে।  এভাবে এই সরকার একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করার এবং হয়রানি করার চেষ্টা চালিয়েছে। কিন্তু বারবার আদালতে এবং আন্তর্জাতিক সংস্থার তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।  একজন নিরপরাধ এবং জনপ্রিয় রাজনীতিবিদকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এসময় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস  চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ,  সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিথ ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here